এটিকে মোহনবাগানের জন্য খারাপ খবর। তবে ভারতীয় ফুটবলের জন্য সুখবর। সবকিছু ঠিকঠাক চললে ক্রোয়েশিয়ার প্রথম ডিভিশন ক্লাবে সই করতে পারেন সন্দেশ ঝিঙ্ঘান। ক্রোয়েশিয়া ছাড়াও গ্রিস ও অস্ট্রিয়ার ক্লাবেরও প্রস্তাব ছিল তারকা ভারতীয় ডিফেন্ডারের কাছে। কিন্তু সন্দেশ সম্ভবত যাচ্ছেন মদরিচ, রকিটিচদের দেশে।
আরও পড়ুন : ত্রিপুরায় ধৃত তৃণমূল কর্মীদের জেল হেফাজত, মনোবল বাড়াতে আগরতলায় মলয় ঘটক
ক্রোয়েশিয়ার প্রথম ডিভিশন ক্লাব এইচএনকে সিবেনিকের প্রস্তাবে সম্মতি জানিয়েছেন ভারতীয় তারকা, এমনটাই খবর। এটিকে মোহনবাগানের সঙ্গে চুক্তির একটি শর্তই ছিল, বিদেশে খেলার সুযোগ পেলে সন্দেশকে রিলিজ দিতে হবে। তাই ভারতীয় দলের নির্ভরযোগ্য ডিফেন্ডারকে ছেড়ে দিতে বাধ্য এটিকে মোহনবাগান। আর দুই পক্ষের চুক্তির যা শর্ত, তাতে ভারতীয় ডিফেন্ডারকে ফ্রি ট্রান্সফারে সই করাতে পারবে ইউরোপের ক্লাব। এএফসি কাপের জন্য কলকাতায় হাবাসের দলের শিবিরেও যোগ দেননি সন্দেশ। কর্তারা এই ব্যাপারে মুখে কুলুপ এঁটেছেন।
সন্দেশও এই প্রসঙ্গে নীরব। তবে ধাক্কা সামলাতে হলে এএফসি কাপের পরবর্তী রাউন্ড ও আইএসএলের আগেই যোগ্য বিকল্প খুঁজে নিতে হবে সবুজ মেরুন ম্যানেজমেন্টকে। দেশের সেরা ডিফেন্ডারের ইউরোপ অভিযান ভারতীয় ফুটবলের জন্যও দারুণ বিজ্ঞাপন হতে যাচ্ছে। ভাইচুং ভুটিয়া, সুনীল ছেত্রী, গুরপ্রীত সিং সান্ধু, বালা দেবীদের সঙ্গে একাসনে বসতে চলেছেন সন্দেশ।