সন্দেশ বিদায় সবুজ-মেরুনের

Must read

প্রতিবেদন : বেশ কিছুদিন ধরেই সন্দেশ ঝিঙ্গানের (Sandesh Jhingan leaves ATK Mohun Bagan) ক্লাব ছাড়ার গুঞ্জন শোনা যাচ্ছিল। সেই জল্পনাই সত্যি হল। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় মোহনবাগানের অফিসিয়াল পেজেই সন্দেশের (Sandesh Jhingan leaves ATK Mohun Bagan) ক্লাব ছাড়ার কথা ঘোষণা করা হল। ভারতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য স্টপারের সঙ্গে শেষ পর্যন্ত গোল্ডেন হ্যান্ডশেক সেরে ফেলল মোহনবাগান ম্যানেজমেন্ট।

আরও পড়ুন: অ্যাটলেটিকোতে ব্যানার, চাই না রোনাল্ডোকে

দু’বছর আগে পাঁচ বছরের চুক্তিতে সবুজ-মেরুনে সই করেছিলেন ভারতীয় তারকা ডিফেন্ডার। গত মরশুমে ক্রোয়েশিয়ার প্রথম ডিভিশন ক্লাব এইচএনকে শিবেনিকে যোগ দিয়েছিলেন সন্দেশ। সেখানে চোট পেয়ে ছিটকে যাওয়ার পর ফিরে এসে সবুজ-মেরুন জার্সি গায়ে সেরা পারফরম্যান্স দিতে পারেননি। কোচ জুয়ান ফেরান্দো নতুন মরশুমে তাঁকে পছন্দের তালিকায় রাখেননি।
সূত্রের খবর, বেঙ্গালুরু এফসি-তে সই করতে পারেন সন্দেশ। যদিও তাঁকে পাওয়ার চেষ্টায় ইস্টবেঙ্গলও। গোলকিপার অমরিন্দর সিং ও ডিফেন্ডার আশুতোষ মেহতাকেও ছেড়ে দিচ্ছে মোহনবাগান।

Latest article