প্রতিবেদন : সন্দীপ ঘোষ-সহ (Sandip Ghosh) আরজি করের আর্থিক অনিয়ম মামলায় ধৃত চারজনের ৮ দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিল আদালত। মঙ্গলবার বিকেলে ধৃত সন্দীপ-সহ চারজনকে আলিপুরের বিশেষ সিবিআই আদালতে পেশ করে ১০ দিনের হেফাজত চেয়ে আবেদন জানায় সিবিআই। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার তরফে জানানো হয়, আর্থিক অনিয়মচক্রে আর কে কে জড়িত রয়েছে, তা খতিয়ে দেখতে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে সন্দীপ-সহ (Sandip Ghosh) চারজনকে। কিন্তু বিচারক ৮ দিনের সিবিআই হেফাজত মঞ্জুর করেছেন। সেদিন ধৃতদের আদালতে পেশ করার জন্য নিয়ে আসা হলে সাধারণ মানুষ থেকে শুরু করে আইনজীবীরা ক্ষোভে ফেটে পড়েন। বিশেষ করে সন্দীপকে উদ্দেশ্য করে তাঁরা তীব্র প্রতিবাদ করেন। হাজিরা শেষে ধৃতদের বের করে নিয়ে যাওয়ার সময়ও আইনজীবীদের তরফে একই প্রতিবাদ-স্লোগানিং চলে।
আরও পড়ুন-অভিযুক্তর কাছে থেকে টাকা নিয়ে ধর্ষিতাকে মুখ বন্ধ করতে চাপ যোগী-পুলিশের!