নয়াদিল্লি, ২৩ অগাস্ট : চোটের জন্য আসন্ন ইউএস ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিলেন সানিয়া মির্জা। মঙ্গলবার ট্যুইট করে সানিয়া নিজেই এই খবর জানিয়েছেন। একই সঙ্গে সানিয়া আরও জানান, এর ফলে তাঁর অবসরের পরিকল্পনাতেও পরিবর্তন আসতে চলেছে। যা তিনি সঠিক সময়ে জানিয়ে দেবেন।
আরও পড়ুন-পরিবেশবান্ধব পরিবহণই লক্ষ্য
প্রসঙ্গত, ৩৫ বছর বয়সি ভারতীয় টেনিস তারকা চলতি বছরের জানুয়ারিতে জানিয়েছিলেন, এটাই তাঁর শেষ মরশুম। ইউএস ওপেনের পরেই পেশাদার টেনিস থেকে অবসর নেবেন। কিন্তু যা পরিস্থিতি, তাতে আরও কিছু দিন র্যাকেট হাতে কোর্টে দেখা যেতে পারে তাঁকে। ছ’টি গ্র্যান্ড স্ল্যাম খেতাবজয়ী সানিয়া এদিন ট্যুইট করেন, ‘‘একটা খারাপ খবর আছে। দু’সপ্তাহ আগে কানাডা ওপেনে খেলার সময় চোট পেয়েছিলাম। তখন বুঝিনি এটা এতটা সমস্যায় ফেলতে পারে। গতকাল স্ক্যান করার পর জানতে পারি পেশিতে চোট রয়েছে। বেশ কিছু সপ্তাহ খেলতে পারব না। তাই ইউএস ওপেন থেকে সরে দাঁড়াচ্ছি। খুব ভুল সময়ে চোটটা পেলাম। এর ফলে আমার অবসরের পরিকল্পনাতেও কিছু পরিবর্তন হতে চলেছে। যা সঠিক সময়ে সবাইকে জানিয়ে দেব।’’
আরও পড়ুন-দুবাই পৌঁছলেন রোহিতরা, এশিয়া কাপের আগে কোভিড আক্রান্ত দ্রাবিড়
উল্লেখ্য, সানিয়া একটা সময় মেয়েদের ডাবলসে বিশ্বের একনম্বর খেলোয়াড় ছিলেন। মেয়েদের ডাবলসে তিন-তিনটি গ্র্যান্ড স্ল্যাম খেতাব জিতেছেন। মিক্সড ডাবলসে জিতেছেন আরও তিনটি।