প্রতিবেদন : সাত বছর পর সন্তোষ ট্রফি জিতে জাতীয় ফুটবলে হৃত সম্মান পুনরুদ্ধারের হাতছানি বাংলার সামনে। কোচ সঞ্জয় সেনের হাত ধরে লক্ষ্যপূরণ থেকে মাত্র দুটো জয় দূরে বঙ্গ ব্রিগেড। রবিবার সেমিফাইনালে নরহরি শ্রেষ্ঠাদের সামনে গতবারের চ্যাম্পিয়ন সার্ভিসেস। গ্রুপ পর্বে তাদের হারালেও সেই ফলাফল শেষ চারের লড়াইয়ের আগে মাথায় রাখছে না বাংলা। বরং সার্ভিসেসের সংঘবদ্ধতাকেই ভয় পাচ্ছেন কোচ সঞ্জয় সেন।
হায়দরাবাদ থেকে বাংলার কোচ ফোনে বললেন, ‘‘গ্রুপ পর্বের ফলাফল নক আউটে কোনও প্রভাব ফেলবে না। এটা নতুন লড়াই। সার্ভিসেস গতবারের চ্যাম্পিয়ন। শক্তিশালী প্রতিপক্ষ। ওরা সারা বছর একসঙ্গে থাকে, একসঙ্গে খেলে। ওদের শক্তি হল সংঘবদ্ধতা। মাঠে ওরা দলগতভাবেই নিজেদের উজাড় করে দেয়। তবে আমরা শারীরিক ও মানসিকভাবে তৈরি।’’
আরও পড়ুন-আবার কি ডিগবাজির পথে পালটুরাম নীতীশ?
গ্রুপ পর্বের সব ম্যাচ হায়দরাবাদের ডেকান এরিনায় কৃত্রিম ঘাসের মাঠে হলেও সেমিফাইনাল ও ফাইনাল হবে ঘাসের মাঠে। রবিবার বাংলার ম্যাচ দুপুর আড়াইটে থেকে জিএমসি বালাযোগী স্টেডিয়ামে। শনিবার ম্যাচের সময়েই অনুশীলন করেন নরহরি, রবি হাঁসদারা। চোটমুক্ত হয়ে ফিট না হওয়ায় সেমিফাইনালেও খেলতে পারবেন না বাসুদেব মান্ডি।
গ্রুপ পর্বে সার্ভিসেসের বিরুদ্ধে বাসুদেবের দুরন্ত গোলেই জিতেছিল দল। তবে নরহরি, রবির মতো ছন্দে থাকা দুই গোলদাতা রয়েছে। মনোতোষ মাঝি, রবিলাল মান্ডিরাও গোল পাচ্ছেন। তাই আত্মবিশ্বাসী বাংলা। সন্ধ্যায় দিনের অন্য সেমিফাইনালে মণিপুর ও কেরল মুখোমুখি হচ্ছে।