বঙ্গ

BGBS-এ মুখ্যমন্ত্রীর শিল্পবান্ধব নেতৃত্বের প্রশংসায় সঞ্জীব-হর্ষ

বাণিজ্যের দিক থেকে বাংলার বিবর্তনের ছবি বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট-এর (BGBS) মঞ্চ থেকে বিশ্বের সামনে তুলে ধরলেন এই বাংলায় বাণিজ্যে সফল দুই ব্যক্তিত্ব – সঞ্জীব গোয়েঙ্কা ও হর্ষবর্ধন নেওটিয়া। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরলস প্রচেষ্টা বাংলাকে বিশ্ব বাণিজ্য মঞ্চে প্রতিষ্ঠা করার, অন্যদিকে তাঁর পরিকাঠামোগত সমর্থনেই ব্যবসায়ীদের যে কোনও সমস্যা দ্রুত সমাধান করে সুস্থ ব্যবসার পরিবেশ তৈরি করা নিয়ে মত স্পষ্ট করলেন দুই সফল ব্যবসায়ী। শোনালেন বাংলার বুকে তাঁদের ভবিষ্যৎ পরিকল্পনা। নেওটিয়া গ্রুপের নতুন পাঁচটি হাসপাতাল খোলার পরিকল্পনাও উঠে আসে সেখানে।

আরও পড়ুন-বাংলায় বিনিয়োগের ঘোষণা: সরকারি প্রকল্পের ভূয়সী প্রশংসা সঞ্জীব পুরীর

আরপি সঞ্জীব গোয়েঙ্কা গ্রুপের চেয়ারম্যান তথা আইপিএল-এ লক্ষ্ণৌ সুপারজায়েন্টসের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা বিশ্ববাংলা কনভেনশন সেন্টারের মঞ্চে খানিকটা আবেগপ্রবণ হয়ে পড়েন। তাঁর দাবি, যেভাবে বর্তমান বাংলা এক পরিবর্তিত বাংলা হয়ে গিয়েছে, একজন ব্যক্তি যাঁর জন্মভূমি ও কর্মভূমি এই বাংলা, তাঁর পক্ষে এই উন্নয়ন দেখে আবেগপ্রবণ হওয়াই স্বাভাবিক। কীভাবে এই পরিবর্তন তা বর্ণনা করতে গিয়ে গোয়েঙ্কার দাবি, এখানে সিদ্ধান্ত নেওয়া হয় দ্রুত, কৌশলগত, স্বচ্ছ, স্পষ্ট। সেই সঙ্গে তাঁর দাবি, এখানে যে কোনও সমস্যা পলকের মধ্যে সমাধান হয়, যেখানে ব্যবসায়িক মানসিকতা দেখা যায়।

বাংলায় বিনিয়োগ প্রসঙ্গে সঞ্জীব গোয়েঙ্কার দাবি, ইতিমধ্যেই চলতি সময়ে ৪০ হাজার কোটি বিনিয়োগ করেছে তাঁর সংস্থা। আরও ১০ হাজার কোটির কাজ শুরু হয়েছে। মূলত শিক্ষা ও স্বাস্থ্যক্ষেত্রে তাঁর বিনিয়োগের বার্তা দেন তিনি।

আরও পড়ুন-মুছে গেল ইতিহাস, ফোর্ট উইলিয়ামের নতুন নামকরণ কেন্দ্রের

বাংলার শিল্পবান্ধব পরিস্থিতি সম্পর্কে আরও ইতিবাচক পদক্ষেপগুলি তুলে ধরেন শিল্পপতি হর্ষবর্ধন নেওটিয়া। অম্বুজা নেওটিয়া গ্রুপের কর্ণধারের দাবি বাংলাতেই সবথেকে সমর্থনপূর্ণ পরিবেশ রয়েছে শিল্পের জন্য যেখানে আমলাদের সমর্থন ভীষণভাবে পরিবেশকে অনুকূল করেছে। গোটা ব্যবস্থার মধ্যে একটি ইতিবাচক আবহাওয়া রয়েছে যা বাণিজ্যের সমর্থক, যেখানে সবসময় সমস্যা শোনার জন্য কিছু ইচ্ছুক ‘কান’ রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিরলস পরিশ্রম করেন সেই পরিবেশ বজায় রাখতে।

আরও পড়ুন-মুখ্যমন্ত্রীকে মায়ের সঙ্গে তুলনা করলেন ভুটানের মন্ত্রী

কয়েক দশক ধরে বাংলায় বিনিয়োগ করা নেওটিয়া গ্রুপের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বলতে গিয়ে তিনি বলেন, বাংলায় তাঁরা ১৫ হাজার কোটি বিনিয়োগ করবেন। এর মধ্যে গুরুত্ব দেওয়া হবে স্বাস্থ্য ক্ষেত্রে যেখানে কলকাতা, শিলিগুলি ও বর্ধমানে তৈরি হবে ৫টি হাসপাতাল। পনেরোশ কোটি বিনিয়োগ করে ৩ হাসপাতাল হবে কলকাতায়। বাকি দুটি শিলিগুড়ি ও বর্ধমানে তৈরি হবে। পর্যটনে গুরুত্ব দেবে নেওটিয়া গ্রুপ। কলকাতার বাইরে সাতটি নতুন হোটেলের পরিকল্পনার কথা জানান হর্ষ নেওটিয়া, যার মধ্যে রয়েছে দার্জিলিং, কালিম্পং, গরুমারা, শান্তিনিকেতন, দিঘা। সেই সঙ্গে কলকাতা ও শিলিগুড়িতে আরও দুটি কনভেনশন হোটেলের কথাও জানান তিনি। এছাড়াও গলফ-থিমের একটি আবাসিক প্রকল্প কলকাতায় তৈরির পরিকল্পনার কথাও জানান তিনি।

Jago Bangla

Recent Posts

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

8 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

8 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

9 hours ago

সাহিত্য অ্যাকাডেমির পাল্টা জাতীয় পুরস্কার ঘোষণা করলেন স্ট্যালিন

নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…

9 hours ago

চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা, বলছে জনতা

সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…

9 hours ago

কমিশনের অমানবিকতার বিরুদ্ধে ধিক্কার জানিয়ে সরব তৃণমূল, হিয়ারিং হয়রানির প্রতিবাদে মিছিল করে স্মারকলিপি প্রদান

ব্যুরো রিপোর্ট: শুনানির নামে হয়রানির প্রতিবাদে রাজ্যজুড়ে গর্জে উঠেছে তৃণমূল (ECI_TMC)। সোমবার মালদহ, কোচবিহার, রায়গঞ্জে…

9 hours ago