সংবাদদাতা, পুরুলিয়া : মুখ্যমন্ত্রী নিজের এক্স হ্যান্ডেলে কারখানার প্রশংসা করায় আনন্দের জোয়ারে ভাসছে সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্র। শুক্রবার মুখ্যমন্ত্রী নিজেই জানিয়েছেন, বিদ্যুৎ উৎপাদনে দেশের সেরা হিসাবে পুরুলিয়ার সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্রের স্বীকৃতি লাভ করেছে। এজন্য রাজ্য সরকারের অধীন পশ্চিমবঙ্গ বিদ্যুৎ উন্নয়ন নিগমের এই কারখানার সকল কর্মীকে অভিনন্দন জানান তিনি। আর তাতেই উৎসাহিত কর্মীরা এই সাফল্য ধরে রাখতে প্রতিজ্ঞাবদ্ধ হলেন। জানা গিয়েছে, সরকারি ও বেসরকারি উদ্যোগে গড়ে ওঠা ২০১টি তাপবিদ্যুৎ কেন্দ্রের মধ্যে রাজ্য সরকার পরিচালিত সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্র প্রথম স্থান পেয়েছে কেন্দ্রের বিচারে। মুখ্যমন্ত্রী তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, আবার আমরা সেরা। ভারত সরকারের বিদ্যুৎ মন্ত্রকের অধীনস্থ কেন্দ্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ (সিইএ) দেশের ২০১টি তাপবিদ্যুৎ কেন্দ্রের বার্ষিক রাঙ্কিং ঘোষণা করেছে। যা কার্যক্ষম দক্ষতা পিএলএফের (প্ল্যাঙ্ক লোড ফ্যাক্টর) উপর ভিত্তি করে তৈরি। তাতে ২০২৪-২৫ সালের জন্য আমাদের সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্র প্রথম স্থান অধিকার করেছে। বক্রেশ্বর দ্বিতীয়, সাগরদিঘি চতুর্থ এবং ব্যান্ডেল নবম স্থানে রয়েছে। আমাদের বিদ্যুৎ বিভাগের সব কর্মকর্তা, কর্মী তাঁদের সেরাটা দিয়েছেন এবং রাজ্যকে গর্বিত করেছেন। তাঁর জন্য অভিনন্দন।প্রশাসন সূত্রে জানা গিয়েছে, প্রতি বছর বিদ্যুৎ মন্ত্রকের অধীনস্থ কেন্দ্রীয় বিদ্যুৎ কর্তৃপক্ষ দেশের সেরা তাপবিদ্যুৎ কেন্দ্রগুলির তালিকা ঘোষণা করেন। প্লান্ট লোড ফ্যাক্টরের উপর ভিত্তি করে দেশের ২০১টি তাপবিদ্যুৎ কেন্দ্রের বার্ষিক রাঙ্কিং ঘোষণা করা হয়। সেখানে দেখা গিয়েছে সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্রের পিএলএফ ৯৪.৩৮ শতাংশ। দ্বিতীয় স্থানে থাকা বক্রেশ্বর কেন্দ্রের পিএলএফ ৯৩.৩ শতাংশ। সাগরদিঘির পিএলএফ ৯০.৮৬ শতাংশ এবং ব্যান্ডেলের ৮৯.৬২ শতাংশ। যেখানে ডিভিসি, আদানি, রিলায়েন্স, টাটা, টরেন্ট পাওয়ারের মতো বৃহৎ তাপবিদ্যুৎ উৎপাদন সংস্থা রয়েছে সেখানে কেন্দ্রের সংস্থাগুলিকে ছাপিয়ে সাঁওতালডিহি, বক্রেশ্বর, সাগরদিঘির মতো তাপবিদ্যুৎ কেন্দ্রগুলি ১ থেকে ১০-এর মধ্যে স্থান দখল করে নজির সৃষ্টি করেছে।
আরও পড়ুন-শোভাযাত্রা নিয়ে বর্ধমানে এসপির নেতৃত্বে রুট মার্চ
প্রসঙ্গত, বর্তমানে সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্রে দুটি ইউনিট রয়েছে। সেখানে ৫০০ মেগাওয়াট তাপবিদ্যুৎ উৎপন্নের পাশাপাশি ৯৪.৩৮ শতাংশ বিদ্যুৎ সরবরাহ করে নজির সৃষ্টি করেছে। সাঁওতালডিহি তাপবিদ্যুৎ কেন্দ্রের জিএম অভিজিৎ নন্দী বলেন, তাপবিদ্যুৎ কেন্দ্রের সকল আধিকারিক, কর্মীদের একান্ত প্রচেষ্টায় এত বড় কাজ সম্ভব হয়েছে। প্রত্যন্ত এলাকার তাপবিদ্যুৎ কেন্দ্র সেরা হওয়ায় জেলার নাম দেশের সামনে উজ্জ্বল হয়েছে। আগামী দিনে এই স্বীকৃতি ধরে রাখতে পারে তার জন্য সব রকম চেষ্টা চলবে। পুরুলিয়া জেলা আইএনটিটিইউসি সভাপতি উজ্জ্বল কুমার বলেন, দিদি আগেই বনধের মতো অপ-আন্দোলন রুখে রাজ্যে কর্মসংস্কৃতি ফিরিয়ে এনেছেন। তারই সুফল পেল রাজ্য। তিনি বলেন, এক থেকে দশের মধ্যে রয়েছে এ রাজ্যের সরকার পরিচালিত ৩টি তাপবিদ্যুৎ কেন্দ্র। এই সাফল্যের জন্য মুখ্যমন্ত্রীরে অভিনন্দন জানাই।
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…