প্রতিবেদন : তৃণমূল কংগ্রেস (TMC) থেকে সাসপেন্ড করা হল ডাঃ শান্তনু সেন ও আরাবুল ইসলামকে। দলবিরোধী কাজের জন্যই এই সাসপেনশন। শান্তনুকে রোগীকল্যাণ সমিতি থেকেও সরানো হয়েছে। রাজ্য সভাপতি সুব্রত বক্সির তরফে সাসপেনশনের চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে দু’জনকে। উল্লেখ্য, কিছু দিন আগে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়ির বৈঠকে জানিয়ে দিয়েছিলেন দলের অনুশাসন ও শৃঙ্খলা মেনেই সকলকে চলতে হবে। কেউ দলবিরোধী কাজ বা মন্তব্য করলে তাকে রেয়াত করা হবে না। নতুন করে শৃঙ্খলারক্ষা কমিটিও তৈরি করে দিয়েছেন নেত্রী। সেই অনুশাসন ও নেত্রীর নির্দেশকে মান্যতা দিয়েই শান্তনু ও আরাবুলকে সাসপেন্ড করা হয়েছে। রাজ্য সভাপতি সুব্রত বক্সি এই খবরে সিলমোহর দিয়েছেন।
আরও পড়ুন- কন্যাশ্রী-ঐক্যশ্রী-সবুজসাথীর সৌজন্যে বাংলার স্কুলগুলিতে জিরো ড্রপ-আউট