প্রতিবেদন : রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে দেশের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী স্মৃতি ইরানির সামনে তথ্য দিয়ে দেশের মহিলাদের ঋতুচক্রকালীন (Menstrual hygiene) দুরবস্থা ও বাস্তব সমস্যার কথা তুলে ধরলেন তৃণমূল সাংসদ ডাঃ শান্তনু সেন। এই বিষয়ে ভারত সরকারের দেশব্যাপী সার্বিক ব্যর্থতা তুলে ধরেন তিনি। রাজ্যসভার তৃণমূল সাংসদ তথ্য দিয়ে বলেন, এখনও পর্যন্ত ২৭ শতাংশ গ্রামীণ মহিলা সারাদেশে অপরিচ্ছন্নভাবে ঋতুচক্রের দিনগুলি কাটাতে বাধ্য হন, যা তাঁদের মনের উপর নেতিবাচক প্রভাব ফেলে। সারা দেশের ৭১ শতাংশ মহিলারই তাঁদের ঋতুচক্র (Menstrual hygiene) প্রথম শুরু হওয়ার আগে পর্যন্ত এ-বিষয়ে কোনও সম্যক ধারণা থাকে না। এই প্রসঙ্গে শান্তনু আরও উল্লেখ করেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মহিলাদের ঋতুচক্রের দিনগুলিতে ভাল থাকার জন্য প্রতিটি জেলায় স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন বসানো হয়েছে। এই বিষয়ে সার্বিক সচেতনতার জন্য একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। শান্তনুর প্রস্তাব, রাজ্যের বিভিন্ন জেলায়, বিশেষত প্রত্যন্ত গ্রামে পশ্চিমবঙ্গ সরকার মহিলাদের এই সংক্রান্ত স্বাস্থ্য সুরক্ষায় যে যে পদক্ষেপ নিয়েছে তা সারা দেশে অনুকরণ করা হোক।
আরও পড়ুন- দুই হামলাই বিজেপির জমানায়, ২০০১ সালে সংসদে ভয়ঙ্কর হামলা চলেছিল ৩০ মিনিট ধরে