ওয়ার্ল্ড হেরিটেজ তালিকায় এবার স্থান পেতে চলেছে শান্তিনিকেতন

Must read

ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টার তালিকায় অন্তর্ভুক্ত হতে চলেছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতন (Shantiniketan)। এমন খবরই জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী জি কিষান রেড্ডি। সেপ্টেম্বর মাসে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করবে UNESCO।

শান্তিনিকেতন যা কবিগুরুর প্রাণকেন্দ্র। যা প্রতিটি বাঙালির হৃদয়ের পছন্দের। সেই শান্তিনিকেতনই (Shantiniketan) এবার ওয়ার্ল্ড হেরিটেজ সেন্টার হিসেবে ঘোষিত হতে পারে। কারণ ইউনেস্কোর উপদেষ্টা সংগঠন ইকোমসের (ICOMOS) তরফে শান্তিনিকেতনের অন্তর্ভুক্তির পরামর্শ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, আগামী সেপ্টেম্বর মাসে সৌদি আরবের রিয়াধে ওয়ার্ল্ড হেরিটেজ কমিটির বৈঠক সম্মেলন রয়েছে। সেই সম্মেলন থেকেই এই ঘোষণা করা হবে।

আরও পড়ুন: মাধ্যমিকের ফলপ্রকাশ ১৯ মে

টুইটারে কেন্দ্রীয় মন্ত্রীর দাবি, প্রধানমন্ত্রী ভারতের ঐতিহ্যবাহী স্থানগুলিকে বিশ্বের দরবারে তুলে ধরতে চেয়েছিলেন। তাঁর সেই স্বপ্নপূরণে আরও একধাপ এগোল। যদিও এবিষয়ে রাজ্যের তরফে কিছু জানানো হয়নি।

Latest article