সন্তোষের দল ঘোষণা বাংলার

সন্তোষ ট্রফির জন্য ২২ জনের দল ঘোষণা করলেন বাংলার কোচ সঞ্জয় সেন। গতবারের চ্যাম্পিয়ন বাংলা এবার খেতাব রক্ষার লড়াইয়ে নামবে।

Must read

প্রতিবেদন : সন্তোষ ট্রফির জন্য ২২ জনের দল ঘোষণা করলেন বাংলার কোচ সঞ্জয় সেন। গতবারের চ্যাম্পিয়ন বাংলা এবার খেতাব রক্ষার লড়াইয়ে নামবে। সন্তোষের মূলপর্ব অসমে। বাংলার প্রথম ম্যাচ ২১ জানুয়ারি নাগাল্যান্ডের বিরুদ্ধে। রবি হাঁসদা, নরহরি শ্রেষ্ঠা, চাকু মান্ডিদের মতো পরীক্ষিত মুখদের পাশে চূড়ান্ত স্কোয়াডে রয়েছে একঝাঁক নতুন মুখ।

আরও পড়ুন-কোচবিহারে আর নয় বিজেপি, ৯-০ টার্গেট দিলেন অভিষেক

কলকাতা লিগ চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গলের সায়ন বন্দ্যোপাধ্যায়, শ্যামল বেসরা, বিক্রম প্রধান, তন্ময় দাসরাও রয়েছেন দলে। মোহনবাগানের দুই ফুটবলার মার্শাল কিস্কু ও উত্তম হাঁসদা জায়গা পেয়েছেন দলে। ডায়মন্ড হারবার এফসি-র দুই ফুটবলার আকাশ হেমব্রম ও আকিব নবাব বাংলা দলে রয়েছেন। ১২ দল নিয়ে শুরু হবে ৭৯তম সন্তোষ ট্রফির মূলপর্ব। ‘এ’ গ্রুপে বাংলার সঙ্গে রয়েছে তামিলনাড়ু, উত্তরাখণ্ড, নাগাল্যান্ড, রাজস্থান এবং অসম। ‘বি’ গ্রুপে রয়েছে কেরল, সার্ভিসেস, পাঞ্জাব, ওড়িশা, রেলওয়েজ ও মেঘালয়। মঙ্গলবার ইস্টবেঙ্গলের সিনিয়র দলের কাছে ০-৪ গোলে হারে বাংলা। নিজেদের ভুলে গোল হজম করে দল। বাংলার কোচ সঞ্জয় সেন বললেন, কিছু ভুলত্রুটি হয়েছে। সেগুলো নিয়ে আমরা আগামী কয়েকদিন কাজ করব। যারা এবার দলে রয়েছে, আমি মনে করি এরাই সবচেয়ে বেশি যোগ্য।

Latest article