সারা বাংলার একটাই স্বর জাস্টিস ফর প্রদীপ কর, কাল মহামিছিল

Must read

প্রতিবেদন : ‘সারা বাংলার একটাই স্বর, জাস্টিস ফর প্রদীপ কর’ এই স্লোগানকে সামনে রেখে আগামী কাল বৃহস্পতিবার পানিহাটিতে প্রতিবাদ-মিছিলের ডাক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek banerjee)। বুধবার এসআইআর-আতঙ্কে সুইসাইড করেছেন পানিহাটির বাসিন্দা প্রদীপ কর। বুধবার বিকেলে তাঁর বাড়ি যান অভিষেক। পরিবারের লোকেদের সান্ত্বনা দিয়ে সর্বতোভাবে পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। বলেন, আপনারা ভয় পাবেন না। বাংলায় তৃণমূল কংগ্রেস আছে, মমতা বন্দ্যোপাধ্যায় আছে। মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে থাকতে আপনাদের কেউ বাংলাদেশে পাঠাতে পারবে না। তীব্র আক্রমণ করে বলেন, এই মৃত্যুর জন্য দায়ী অমিত শাহ ও নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সেইসঙ্গে তিনি তৃণমূল নেতা-কর্মীদেরও নির্দেশ দিয়েছেন মানুষের পাশে থাকার। অভিষেক বলেন, আগামী ৪ নভেম্বর থেকে রাজ্যে এসআইআরের কাজ শুরু হবে, আপনারা কেউ ভয় পাবেন না। তৃণমূল কংগ্রেসের কর্মীরা ক্যাম্প করে আপনাদের সাহায্য করবে। আমরা সবাই রাস্তায় থাকব। আমিও থাকব। কোনও সমস্যা হলে আপনারা পঞ্চায়েত সদস্য, পঞ্চায়েত অফিস, শহর এলাকায় পুরপিতা, পুরসভায় বা দলীয় দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে যোগাযোগ করবেন। তাঁরা আপনাদের সবরকমের সাহায্য করবেন। এর পরই তোপ দেগে বলেন, বিজেপি নেতারা প্রচারে এলে তাদের বেঁধে রেখে বলুন আপনার বাপ-ঠাকুরদার বার্থ সাটিফিকেট নিয়ে আসুন! এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek banerjee) সঙ্গে ছিলেন বারাকপুরের সাংসদ তথা দমদম-বারাকপুর সাংগঠনিক জেলার সভাপতি পার্থ ভৌমিক, পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ। এদিন আরও একটি নথি পাওয়া গেছে, যেখানে প্রদীপ কর লিখে গেছেন তাঁর সব নথি থাকলেও বোন ও ভাইদের সব নথি নেই। ফলে এনআরসি হলে তাদের কী হবে!

আরও পড়ুন- নভেম্বরেই প্রকাশিত হবে এসএসসির ফল

Latest article