সারদার জন্মতিথিতে শুরু হল সারদামেলা

জয়রামবাটি মাতৃমন্দির সংলগ্ন এলাকায় স্থানীয়দের উদ্যোগে আয়োজন হয়েছে এই মেলা। বুধবার উদ্বোধন হল ৮ দিনের মেলার। চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত।

Must read

সংবাদদাতা, জয়রামবাটি : মা সারদার জন্মতিথি উপলক্ষে জয়রামবাটিতে শুরু হল দ্বিতীয় বর্ষের সারদামেলা। পৌষের কৃষ্ণা সপ্তমী তিথিতে ১৮৫৩ সালের ২২ ডিসেম্বর মা সারদার আবির্ভাব। জয়রামবাটি মাতৃমন্দির সংলগ্ন এলাকায় স্থানীয়দের উদ্যোগে আয়োজন হয়েছে এই মেলা। বুধবার উদ্বোধন হল ৮ দিনের মেলার। চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত।

আরও পড়ুন-১১ ‘রাম’ বদলে হয়ে গেলেন ‘নরেন্দ্র’!

মেলা কমিটির সভাপতি বিশ্বজিৎ সেন জানান, জয়রামবাটিবাসীর দাবি মেনে মা সারদার নামাঙ্কিত মেলার এবার দ্বিতীয় বর্ষ। সূচনা হয় মাতৃমন্দির থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে। মেলার অন্যতম আকর্ষণ হিসেবে এ বছর হরিদ্বার থেকে আসা সাধুরা অংশ নেবেন আমোদর নদের ঘাটে বিশেষ গঙ্গারতিতে। মা সারদাই আমোদর নদকে ‘গঙ্গা’ বলতেন, সেই কথা মনে রেখেই এই আয়োজন। মেলার সূচনা করেন জয়রামবাটি মাতৃমন্দিরের মহারাজ। ছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সুব্রত দত্ত, কোতুলপুরের বিডিও, কোতুলপুর থানার ওসি-সহ বিশিষ্টজনেরা। সারদা মেলার উদ্বোধনের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুব্রত দত্ত বলেন, রাজ্যজুড়ে যারা সম্প্রীতি নষ্টের চেষ্টা করছে, হিন্দু-মুসলিম-শিখ-খ্রিস্টানকে আলাদা করার অপচেষ্টা চালাচ্ছে, তারা অশুভ শক্তি। এই অশুভ শক্তি কোনও রাজনৈতিক দল হতে পারে, এমনকি রাজ্যের বিরোধী দলনেতা বা দেশের প্রধানমন্ত্রীও হতে পারেন। পশ্চিমবঙ্গের ঐতিহ্য সম্প্রীতির।

Latest article