সবরকম বাধা কাটিয়েই প্রেসিডেন্সি বিশ্ববিদ্য়ালয়ের (Presidency University) টিএমসিপি (TMCP) ইউনিট করছে বাগ্দেবীর পুজো। সরাসরি সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করলেন তারা। ঠিক হয়ে গিয়েছে পুজোর থিম-ও।
আরও পড়ুন-ভাগবতের সভায় শিবপুর বিই-র ভাড়া করা কর্মীরা
‘দেশ সেকুলার, প্রেসিডেন্সি সেকুলার’। এই থিমেই হচ্ছে পুজো। শুধু ধর্মনিরপেক্ষতা নয়, সর্বধর্ম সমন্বয়ে পুজো করা হবে বলে জানাচ্ছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্য়ালয়ের টিএমসিপি ইউনিট। প্রেসিডেন্সির প্রাক্তনী এক মহিলা পুরোহিত রাজন্যা হালদার এই পুজোর পৌরহিত্য করবেন। হ্যাশট্যাগ #PresidencyPujaKorche দিয়ে শুরু হয়ে গিয়েছে পুজোর প্রচার।
আরও পড়ুন-অমর্ত্যর বিরুদ্ধে এবার প্রতিহিংসা
প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের ইউনিটের তরফে জানানো হয়েছে, ‘প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্রছাত্রী এবং প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্রপরিষদের উদ্যোগে পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। আমরা দেখেছি, গত ১৫০ ঘণ্টা ধরে আমাদের এসএফআই ছাত্রবন্ধুরা তাদের নিজস্ব কিছু দাবিতে অবস্থানরত। সাধারণ ছাত্রছাত্রীরা এখনও পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছে যে, প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের মূল গেটেই পূজো করা হবে।’
আরও পড়ুন-দিনের কবিতা
প্রসঙ্গত ক্যাম্পাসে এক সমস্যায় একবার আক্রান্ত হয়েছিলেন রাজন্যা। সেই বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীর হাতেই এবার পুজো পাবেন বাগদেবী।