সরস্বতী পুজোতে জমজমাট থিমের লড়াই

পুজোয় দিল্লির লক্ষীনারায়ণ মন্দিরের আদলে এখানে সুন্দর একটি মণ্ডপ তৈরি করা হচ্ছে। বাঁশ-কাঠ সহ বিভিন্ন ধরনের ফলের বীজ দিয়ে মণ্ডপ তৈরি করা হচ্ছে।

Must read

সুমন করাতি, মগরা : দিল্লির বিখ্যাত লক্ষ্মীনারায়ণ মন্দির দেখা যাবে এবছর হুগলি জেলার সরস্বতী পুজোতে। কলকাতার দুর্গাপুজো, চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর মতো হুগলি জেলায় বিভিন্ন পুজাে কমিটিগুলোর মধ্যে চলছে থিমের লড়াই। হুগলি জেলার পাণ্ডুয়া বা আদি সপ্তগ্রামের কালীপুজো, চন্দননগরের জগদ্ধাত্রী পুজো, বাঁশবেড়িয়ার কার্তিক পুজোর মতোই মগরার সরস্বতী পুজোর সুনাম রয়েছে। মগরা জয়পুরের সবুজ সংঘের সরস্বতী পুজো এবছর ৮৮ তম বর্ষে পদার্পণ করতে চলেছে।

আরও পড়ুন-তথ্যপ্রযুক্তি মন্ত্রকের হিসেব

এবার তাদের পুজোয় দিল্লির লক্ষীনারায়ণ মন্দিরের আদলে এখানে সুন্দর একটি মণ্ডপ তৈরি করা হচ্ছে। বাঁশ-কাঠ সহ বিভিন্ন ধরনের ফলের বীজ দিয়ে মণ্ডপ তৈরি করা হচ্ছে। দিন-রাত ধরে চলছে সেই মণ্ডপ তৈরির কাজ। এবার তাঁদের মোট বাজেট ৭ লাখ টাকা। এমনটাই বললেন পুজো কমিটির এক সদস্য। হুগলির মগড়ার সরস্বতী পুজোর সুনাম রয়েছে। এখানে বেশ কিছু বিগ বাজেটের পুজো হয়। মগরা কোলা বান্ধব সম্মিলনী ক্লাবের সরস্বতী পুজো এবছর ১০৩ তম বর্ষে পদার্পণ করতে চলেছে। এবার তাদের থিম সর্বে ভবন্তু সুখিন সর্বে সন্তু নিরাময়া। ছোট-বড় বিভিন্ন ধরনের বাঁশ দিয়ে তৈরি হচ্ছে সুন্দর একটি মণ্ডপ। তবে সবরকম সরকারি স্বাস্থ্যবিধি মেনে পুজো আয়োজন করা হচ্ছে। এবার তাঁদের মোট বাজেট ৫ লাখ টাকা।

Latest article