মানস দাস, মালদহ: স্পষ্ট কথা ফোটেনি। আধো আধো করেই সরস্বতীবন্দনা থেকে গায়ত্রী মন্ত্র বলতে পারে ২৩ মাসের শিশু! আর সেই কারণেই রেকর্ড বুকে নাম উঠল মালদহের বিস্ময় বালক প্রিয়াংশু গুপ্তার। বাড়ি মালদহ শহরের ১১নং ওয়ার্ডের কুতুবপুর মিস্ত্রিপাড়ায়। বাবা প্রদীপ গুপ্তা, মা ব্রততী গুপ্তা। প্রদীপবাবু ও ব্রততীদেবীর একমাত্র সন্তান প্রিয়াংশু। বর্তমানে তার বয়স ১ বছর ১১ মাস। কিন্তু সে ১ বছর ১০ মাস বয়সেই রেকর্ড গড়ে ফেলেছে।
আরও পড়ুন-সপ্তাহান্তে বাড়বে তাপমাত্রা
নাম তুলেছে ইন্ডিয়া বুক রেকর্ডসে। কারণ ছোট্ট প্রিয়াংশু এই পুচকে বয়সেই দিব্যি এক নাগাড়ে বলতে পারে সরস্বতীবন্দনা থেকে শুরু করে গায়ত্রী মন্ত্র। এছাড়াও ৪০টি পশু-পাখির নাম ইংরেজি ও বাংলায় বলার দক্ষতা রয়েছে তার। শুধু তাই নয় পড়াশোনার আরও নানান জিনিস তার মুখস্থ। যার দৌলতে ছোট্ট প্রিয়াংশু নাম তুলেছে ইন্ডিয়া বুক রেকর্ডসে। স্বভাবতই ছোট্ট প্রিয়াংশুর এই রেকর্ডে উচ্ছ্বসিত তার পরিবারবর্গ ও আত্মীয়-স্বজন পাড়া-প্রতিবেশীরা।