নীল-সাদা লালপার্টি সিপিএম! ‘হেডলাইন’ রসিকতা দেবাংশুর

ছবিতে দেখা যাচ্ছে, অস্তিত্বরক্ষার চেষ্টায় শূন্য থেকে মাইনাসের দিকে রওনা দেওয়া সিপিএম সোশ্যাল মিডিয়াতে নিজেদের আমূল বদলে ফেলেছে।

Must read

প্রতিবেদন : রং বদল সিপিএমের! আদ্যন্ত লাল পার্টি সিপিএম এখন নীল-সাদা। সম্প্রতি সিপিএম সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল পিকচার পরিবর্তন করেছে। সেই ছবি দেখেই হেডলাইন রসিকতায় কটাক্ষ করেছেন তৃণমূলের আইটি সেলের চেয়ারম্যান দেবাংশু ভট্টাচার্য। তিনি সিপিএমের প্রোফাইল পিকচারের পোস্ট করে জানতে চান, এই ছবিটির পারফেক্ট হেডলাইন কোনটা?

আরও পড়ুন-সফরসঙ্গী শীর্ষ প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক, কাল থেকে টানা কর্মসূচি

ছবিতে দেখা যাচ্ছে, অস্তিত্বরক্ষার চেষ্টায় শূন্য থেকে মাইনাসের দিকে রওনা দেওয়া সিপিএম সোশ্যাল মিডিয়াতে নিজেদের আমূল বদলে ফেলেছে। যে পার্টি লাল ছাড়া কিছুই ভাবতে পারে না, তারা সেই লাল বদলে ফেলল ফেসবুকের প্রোফাইলে। রসিকতার সুরে তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য নিজেই দু’টি হেডলাইন দিয়েছেন এই ‘স্টোরি’র। ফেসবুকে দেবাংশু লেখেন— নীল-সাদায় মিশে গেল সিপিএম, রূপমের গান ধার করে, ‘আজ নীল রঙে মিশে গেছে লাল..’। আর একটি হেডলাইন হল— মহাশূন্যে ভাসমান সিপিএম আজ তার অফিসিয়াল ডিসপ্লে পিকচার রিলিজ করল।
উল্লেখ্য, শনিবার সিপিআইএম ওয়েস্টবেঙ্গল পেজে হঠাৎই দেখা যায় প্রোফাইল ছবি ও কভার ফটোর পরিবর্তন। সেই পরিবর্তন ছিল নজরকাড়া। রাতারাতি লাল ছেড়ে নীল-সাদা হল কাস্তে-হাতুড়ির ব্যাকগ্রাউন্ড। নীল আকাশে সাদা মেঘের ভেলায় ভাসমান কাস্তে-হাতুড়ি! সিপিএমের পক্ষ থেকে ব্যাখ্যা, এই রং বদলের অনুপ্রেরণা রবীন্দ্রনাথ ঠাকুর। এ-প্রসঙ্গে তৃণমূলের কথায়, একসময় যে রবীন্দ্রনাথকে ব্রাত্য করেছিল, এখন তারই শরণে শূন্যে নামা সিপিএম।

Latest article