দুবাই, ৯ নভেম্বর : বিদায়বেলায় বিরাট কোহলি ও রোহিত শর্মার কাছ থেকে বিশেষ উপহার পেলেন রবি শাস্ত্রী। বিরাট এবং রোহিত দু’জনেই নিজেদের সই করা একটি করে ব্যাট উপহার দেন বিদায়ী কোচকে। উপহার পাওয়া দু’টি ব্যাট নিয়ে নিজের কোচিং স্টাফদের সঙ্গে ছবিও তোলেন শাস্ত্রী।
এরপর শাস্ত্রী ও ভারতীয় কোচিং স্টাফদের উদ্দেশে বিদায়ী ভাষণে বিরাট বলেন, ‘‘আপনাদের সবাইকে ধন্যবাদ। এই দলের সাফল্যের পিছনে আপনাদের বিশাল বড় ভূমিকা রয়েছে। গত কয়েক বছর ধরে দলের সঙ্গে থেকে কঠোর পরিশ্রম করেছেন। আপনারা সবাই মিলে এক অসাধারণ ড্রেসিংরুমের পরিবেশ তৈরি করেছিলেন। যে পরিবেশ আমরা সবাই উপভোগ করতাম। সব মিলিয়ে আমাদের দল একটা পরিবার হয়ে উঠেছিল।’’ বিরাট আরও বলেন, ‘‘ভারতীয় ক্রিকেটে আপনাদের অবদান গর্বের সঙ্গে স্বীকার করবে সবাই। তাই আপনাদের বিদায়বেলায় দলের সবার পক্ষ থেকে অজস্র ধন্যবাদ এবং ভবিষ্যতের জন্য শুভকামনা।’’ প্রসঙ্গত, শাস্ত্রী যুগ ভারতীয় ক্রিকেটে অতীত হয়ে পড়ল টি-২০ বিশ্বকাপে ভারতের অভিযান শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে আসন্ন টি-২০ সিরিজ থেকেই ভারতীয় দলের প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করবেন রাহুল দ্রাবিড়। শুধু তাই নয়, টি-২০ অধিনায়ক হিসেবে দেশের হয়ে এটাই ছিল বিরাট কোহলির শেষ টুর্নামেন্ট।
আরও পড়ুন : সাফল্যের সঙ্গে কাঁটাও মিলেছে শাস্ত্রী জমানায়
বিদায়বেলায় বায়ো বাবলের ক্লান্তি নিয়ে সরব হলেন রবি শাস্ত্রী। ভারতের কোচ হিসেবে টি-২০ বিশ্বকাপ জিতেই বৃত্ত শেষ করতে মরিয়া ছিলেন শাস্ত্রী। কিন্তু তা না হওয়ায়, বায়ো বাবলকেই কাঠগড়ায় দাঁড় করাচ্ছেন টিম ইন্ডিয়ার সদ্যপ্রাক্তন হেড কোচ। কোনও রাখঢাক না করেই শাস্ত্রী বলেন, ‘‘এটা কোনও অজুহাত নয়। বরং কঠোর বাস্তব। টানা ছয় মাস বায়ো বাবলে থাকাটা প্রচণ্ড ক্লান্তিকর। এই দলের অনেক ক্রিকেটারই তিন ফরম্যাটে খেলে। গত ২৪ মাসে ওরা ২৪ দিনও বাড়িতে থাকতে পেরেছে কি না সন্দেহ।” তাঁর বাড়তি সংযোজন, ‘‘আপনি কে, সেটা জরুরি নয়। আপনার নাম যদি ডন ব্র্যাডম্যানও হয়, তাহলেও এতদিন বাবলে কাটালে আপনারও ব্যাটিং গড় কমতে বাধ্য।’’
সোমবার নামিবিয়ার বিরুদ্ধে ম্যাচের আগে ড্রেসিংরুমে ক্রিকেটারদের সঙ্গে শেষবার পেপটক দিতে গিয়ে শাস্ত্রী বলেন, ‘‘দল হিসেবে তোমরা যে ক্রিকেট খেলছ, তা আমার সব প্রত্যাশাকে ছাপিয়ে গিয়েছে। গত কয়েক বছর ধরে তোমরা বিশ্বের সব প্রান্ত থেকে দেশকে সাফল্য উপহার দিয়েছ। সব ফরম্যাটেই এই দলটা বিশ্বের অন্যতম সেরা।’’ টি-২০ বিশ্বকাপ থেকে বিদায় প্রসঙ্গে শাস্ত্রী বলেন, ‘‘টি-২০ বিশ্বকাপে আমরা প্রত্যাশা পূরণ করতে পারিনি এটা ঠিক। গত কয়েক বছরে আমরা হয়তো একটা বা দুটো আইসিসি টুর্নামেন্ট জিততে পারতাম। কিন্তু তা হয়নি। তবে এটা টিম গেম। আমি নিশ্চিত, এই দলটাই অদূর ভবিষ্যতে দেশকে আরও অনেক গর্বের মুহূর্ত উপহার দেবে।’’