নয়াদিল্লি, ২২ নভেম্বর : বেশ কিছুদিন হয়ে গেল, টিম ইন্ডিয়ার হেড কোচের চেয়ার ছেডে়ছেন। তবুও রবি শাস্ত্রী এখনও ডুবে রয়েছেন পুরনো আমেজে। তাঁর উত্তরসূরি রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে নিউজিল্যান্ডকে সদ্য হোয়াইটওয়াশ করে টি-২০ সিরিজ জিতেছে ভারতীয় দল। এবার কিউয়িদের বিরুদ্ধে দু’ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। বৃহস্পতিবার কানপুরে প্রথম টেস্ট। তার আগে দুই অভিজ্ঞ ব্যাটসম্যান অজিঙ্ক রাহানে ও চেতেশ্বর পূজারাকে নিয়ে মুখ খুললেন শাস্ত্রী। বারবার ব্যর্থ হওয়া সত্ত্বেও তিনি কোচ থাকাকালীন এই দু’জনের ওপরে আস্থা রেখেছিলেন। এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে শাস্ত্রীর চাঁচাছোলা জবাব, ‘‘কেউ একটা বা দুটো ইনিংসে ব্যর্থ হলেই তাকে দল থেকে বাদ দেওয়ার দাবি তোলাটা খুব সহজ। কিন্তু একটা বিষয় সবাইকে বুঝতে হবে। অভিজ্ঞতা কিন্তু বাজারে বিক্রি হয় না। কোথাও কিনতেও পাওয়া যায় না।’’
প্রসঙ্গত, শেষ ২০টি টেস্ট ইনিংসে ৩১.১১ গড়ে মোট ৫৯১ রান করেছেন পূজারা। অন্যদিকে, শেষ ১৯টি টেস্ট ইনিংসে রাহানের মোট রান মাত্র ৩৭২। শাস্ত্রী যদিও সাফ জানাচ্ছেন, ‘‘যদি কোনও যোগ্য পরিবর্ত পাওয়া যায়, যার অভিজ্ঞতা ওদের থেকে বেশি, তাহলেই বাদ দেওয়ার প্রশ্ন। নাহলে ওদের মতো অভিজ্ঞ ও বহুপরীক্ষিত ক্রিকেটারদের কেন ছেঁটে ফেলতে যাব?’’