মুম্বই, ১০ মে : এবারের আইপিএলে ব্যাট হাতে ছন্দে নেই ঋষভ পন্থ। এখনও পর্যন্ত ১০ ইনিংসে একটিও হাফ সেঞ্চুরি আসেনি পন্থের ব্যাট থেকে। অথচ আট ইনিংসে কুড়ির বেশি রান করেছেন তিনি। কিন্তু বেশিদূর এগোতে পারেননি। এই পরিস্থিতিতে পন্থকে রানে ফেরাতে রবি শাস্ত্রীর টিপস, ‘‘ক্রিজে গিয়ে আন্দ্রে রাসেলের মেজাজে আগ্রাসী ব্যাটিং করুক ঋষভ।’’
আরও পড়ুন-হাওড়ায় অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা নিয়োগ
শাস্ত্রীর বক্তব্য, ‘‘ক্রিজে সেট হয়ে যাওয়ার পর ঋষভের উচিত রাসেলের মতো ব্যাটিং করা। অন্তত টি-২০ ক্রিকেটে ওর কাছ থেকে এমনই ব্যাটিং সবাই প্রত্যাশা করে থাকে।’’ টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ আরও বলেছেন, ‘‘যখন ব্যাটে-বলে হচ্ছে, তখন খুব বেশি চিন্তা-ভাবনা না করে সহজাত ব্যাটিং করে যাও। কে বল করছে সেটা গুরুত্বপূর্ণ নয়। যদি খারাপ বল পাও, তাকে মাঠের বাইরে পাঠাও।’’ এই প্রসঙ্গে রাসেলের উদাহরণ টেনে শাস্ত্রীর মন্তব্য, ‘‘নিজের ব্যাটিং নিয়ে রাসেলের মনে কোনও দ্বিধা নেই। ক্রিজে গিয়ে সেট হওয়ার পরেই বল মাঠের বাইরে ওড়াতে থাকে। কোনও নেতিবাচক চিন্তাকে প্রশ্রয় দেয় না। ঋষভেরও এমন আগ্রাসী ব্যাটিং করার সহজাত ক্ষমতা রয়েছে। এভাবে ব্যাট করে টি-২০ ফরম্যাটে ও বেশ কিছু স্পেশ্যাল ইনিংস খেলেছে।’’