ভারতের জবাবে ধ্বংস মুরিদে বায়ুসেনার ভূগর্ভস্থ ঘাঁটিও! প্রকাশ্যে উপগ্রহ চিত্র

Must read

পহেলগাঁওতে জঙ্গি হামলার পাল্টা জবাব দিয়েছে ভারত। অপারেশন সিন্দুর অভিযান চালিয়ে খুঁজে খুঁজে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গি ঘঁটি ধ্বংস করে দিয়েছে ভারতীয় সেনা। খতম করা হয়েছে শতাধিক জঙ্গিকেও। এর জেরে ভারতের সীমান্তবর্তী এলাকাগুলিতে লাগাতার হামলা চালিয়েছিল পাকিস্তানি সেনা। যোগ্য জবাব দিয়েছিল ভারতও। পাক সেনার একাধিক এয়ার ডিফেন্স সিস্টেমও ধ্বংস করে দিয়েছিল ভারতীয় সেনা। এর মাঝেই একাধিক উপগ্রহ চিত্র দেখা গিয়েছিল। তাতে দেখা যাচ্ছে, মুরিদে (Murid base) বায়ুসেনা ঘাঁটির ভূগর্ভস্থ অস্ত্রভাণ্ডার থেকে মাত্র ৩০ মিটার দূরে প্রায় ৩ মিটার চওড়া গর্ত হয়ে গিয়েছে। সেখানে ম্যাক্সার টেকনোলজি কিছু উপগ্রহ চিত্র প্রকাশ করেছে মুরিদ বায়ুসেনা ঘাটির। সেখানে ১০ মে-র পরবর্তী পরিস্থিতি দেখানো হয়েছে।

আরও পড়ুন- থাইল্যান্ডে বেস্ট কিডস অফ ইন্ডিয়া সম্মান জিতল বর্ধমানের প্রাপ্তি

বায়ুসেনার ঘাঁটিতে বিরাট এলাকজুড়ে গর্ত দেখে অনুমান করা যায়, সেখানে ভূগর্ভস্থ পরিকাঠামো ছিল। চালানো হত ড্রোন হামলাও। যা ভারতের প্রত্যাঘাতে ধ্বংস। ইতিমধ্যে ভারত গুঁড়িয়ে দিয়েছে লাহোরে থাকা এয়ার ডিফেন্স সিস্টেমও।

পাক বায়ুসেনার প্রাক্তন সদর দফতর নুর খান এয়ারবেস, সারগোধা, ভোলারি, জ্যাকোবাবাদ, সুক্কুরের মতো বায়ুসেনার ঘাঁটিতেও প্রত্যাঘাত চালিয়েছিল ভারত। যার ফলে ওই বায়ুসেনার ঘাঁটিগুলির একাংশ ধ্বংস হয়ে গিয়েছে। ২২ এপ্রিল পহেলগাঁওয়ে হিন্দুদের খুঁজে খুঁজে হত্যা করেছিল জঙ্গিরা। তারই পাল্টা জবাব দেয় ভারত। জঙ্গিদের সমর্থন নয় সাফ জানানো হয়েছে ভারতের তরফে।

Latest article