ফের বিনোদন দুনিয়ায় শোকের ছায়া। প্রয়াত জনপ্রিয় অভিনেতা সতীশ শাহ (Satish Shah)। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৪ বছর। কিডনি বিকল হয়েছে মৃত্যু হয়েছে তাঁর। তিনি বাড়িতে আচমকাই অসুস্থ হয়ে পড়লে দ্রুত মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আসরানি, পীযূষ পাণ্ডের প্রয়াণের শোকের রেশ কাটতে না কাটতেই শনিবার বিকেলেই না ফেরার দেশে চলে গেলেন অভিনেতা সতীশ শাহ (Satish Shah)। আপামর ভারতীয় টেলিদর্শকের কাছে যিনি ‘সারাভাই’ বলেই পরিচিত। ৪০ বছরের পুরনো বন্ধুকে হারিয়ে শোকস্তব্ধ জনি লিভার।
আরও পড়ুন- ইন্দোরে দুই অজি ক্রিকেটারের শ্লীলতাহানি: ভারতের গায়ে কালি লাগালো বিজেপি, তোপ তৃণমূলের
সতীশের মৃত্যুর পর, এক্স-এ তাঁর শেষ পোস্টটি সকলের দৃষ্টি আকর্ষণ করেছে। মৃত্যুর ঠিক একদিন আগে, সতীশ প্রয়াত শাম্মি কাপুরের একটি ছবি শেয়ার করে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন। ছবির সঙ্গে অভিনেতা লিখেছেন, “শুভ জন্মদিন প্রিয় শাম্মি জি। আপনি সবসময় আমার পাশে আছেন।” এই খবরে তাঁর অগণিত ভক্ত এবং সহকর্মীরা মর্মাহত, ভারতীয় টেলিভিশন এবং সিনেমার জগতে একটি যুগের অবসান ঘটল।
Happy B’day dearest Shammi ji. You are always around for me. pic.twitter.com/MHRinPl6ul
— satish shah🇮🇳 (@sats45) October 24, 2025
দীর্ঘ দিন ধরেই কিডনির সমস্যায় কষ্ট পাচ্ছিলেন সতীশ শাহ। সম্প্রতি অস্ত্রোপচারও হয়েছিল তাঁর। তবে শেষরক্ষা হল না। আপাতত তাঁর দেহ রাখা হবে হাসপাতালেই। অন্ত্যেষ্টিক্রিয়া হবে রবিবার।

