প্রতিবেদন : কলকাতার লাইফলাইন মেট্রো রেল। প্রতিদিন অসংখ্য যাত্রী শহরের যানজট ও ভিড় এড়িয়ে মেট্রোর মাধ্যমে নিজেদের গন্তব্যে সহজেই পৌঁছে যান। কিন্তু এবার সেই মেট্রো পরিষেবা নিয়েই দেখা দিল বড়সড় প্রশ্ন। ৬ মে, শনিবার থেকে পরপর পাঁচটি শনি ও রবিবার দিনের একটা নির্দিষ্ট সময়ে মহানায়ক উত্তমকুমার থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো রেল চলবে না বলে জানিয়েছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। জানা গিয়েছে, সকালের দিকে ৩ ঘণ্টা ১০ মিনিট কোনও মেট্রো চলবে না।
আরও পড়ুন-খালি হাতে ফিরল আয়কর
এর আগে ভারতীয় রেলের সিদ্ধান্তে বারবার দুর্ভোগে পড়ছেন নিত্যযাত্রী-সহ সাধারণ মানুষ। প্রায় প্রতি সপ্তাহেই কোনও না কোনও কাজের জন্য ব্যাহত হয় রেল পরিষেবা। এবার সেই তালিকাতেই যুক্ত হল কলকাতার মেট্রো রেলও। বৃহস্পতিবার মেট্রো কর্তৃপক্ষের এই ঘোষণায় নিত্যযাত্রীরা এরকমই আশঙ্কা করছেন। বেশ কয়েকদিন ধরেই মেট্রো দেরিতে বা সময় মেনে চলছে না বলে অভিযোগ করছিলেন যাত্রীরা। সময়ে না চললেও কিন্তু প্ল্যাটফর্মের ডিসপ্লে বোর্ডে স্বয়ংক্রিয়ভাবেই দেখানো হচ্ছে পরবর্তীর মেট্রোর সময়। যাত্রীদের এই অভিযোগের মধ্যেই কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়ে দিল, আগামী এক মাসেরও অধিক সময়কালীন শনি ও রবিবার তিন ঘণ্টার বেশি বন্ধ থাকবে মেট্রো পরিষেবা। রক্ষণাবেক্ষণ কাজের জন্যই পরিষেবা বন্ধ রাখা হবে বলে জানানো হয়েছে।
এই বিষয়ে কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র বলেন, ‘‘শুধুমাত্র শনি ও রবিবার মেট্রো পরিষেবা নিয়ন্ত্রণ করা হবে। সপ্তাহের বাকি দিনগুলিতে স্বাভাবিক নিয়মেই মেট্রো চলবে।’’ মেট্রো রেল সূত্রে খবর, ৬ মে, শনিবার থেকে মেট্রো লাইনে রক্ষণাবেক্ষণের কাজ এবং মেগা পাওয়ার ব্লক চলবে। ৬, ১৩, ২০ ও ২৭ মে এবং ৩ জুন এই ৫ শনিবার সকাল ৬টা ৫০ থেকে সকাল ১০টা পর্যন্ত মহানায়ক উত্তমকুমার থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলবে না। তবে ওই সময়ে দক্ষিণেশ্বর থেকে মহানায়ক উত্তমকুমার অর্থাৎ টালিগঞ্জ পর্যন্ত স্বাভাবিক থাকবে মেট্রো চলাচল। সকাল ১০টার পর ফের দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত সম্পূর্ণ রুটে মিলবে মেট্রো পরিষেবা। রবিবারগুলোর ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য হবে।
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…