দুবাই, ২৮ অক্টোবর : জল্পনা ছিল। সেটাই সত্যি হল। এটিকে মোহনবাগানের ডিরেক্টর বোর্ড থেকে পদত্যাগ করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আইপিএলে দু’টি নতুন দল যোগ দেওয়ার পরেই সৌরভকে নিয়ে চর্চা শুরু হয়। কারণ, আইএসএলের দলটির বোর্ড অফ ডিরেক্টরসের অন্যতম সদস্য বিসিসিআই প্রেসিডেন্ট। যে দলটার মালিকানা সঞ্জীব গোয়েঙ্কার। আবার আইপিএলের নতুন দল লখনউ ফ্র্যাঞ্চাইজির মালিকানা স্বত্ব পেয়েছে গোয়েঙ্কারই সংস্থা। তাই স্বার্থের সংঘাত নিয়ে প্রশ্ন উঠছিল।
লোধা কমিটির সুপারিশ অনুযায়ী এক সঙ্গে দু’টি জায়গায় থাকতে পারেন না বিসিসিআই-এর পদাধিকারী। আইপিএল ফ্র্যাঞ্চাইজি মালিকের ফুটবল টিমের অন্যতম অংশীদার হওয়ায় সৌরভের ক্ষেত্রে প্রভাব বিস্তারের অভিযোগ আসতে পারত। স্বার্থের সংঘাত এড়াতেই বৃহস্পতিবার সৌরভ জানিয়ে দিয়েছেন, তিনি এটিকে মোহনবাগানের বোর্ড অফ ডিরেক্টরস থেকে পদত্যাগ করেছেন। বিসিসিআই প্রেসিডেন্টের কাছে জানতে চাওয়া হয়, তিনি গোয়েঙ্কার মালিকানাধীন আইএসএল দলের ডিরেক্টর বোর্ড থেকে পদত্যাগ করেছেন কি না? এক লাইনে সৌরভ জবাব দিয়েছেন, ‘‘হ্যাঁ, আমি করেছি।’’
তিন দিন আগেই আইপিএলে লখনউ ফ্র্যাঞ্চাইজির মালিকানা পাওয়ার পর সঞ্জীব গোয়েঙ্কা বলেছিলেন, ‘‘এটিকে মোহনবাগানের ডিরেক্টর বোর্ড থেকে সরে যাবেন সৌরভ। তবে বিসিসিআই প্রেসিডেন্ট নিজেই তা জানাবেন।’’ ডিরেক্টর বোর্ড থেকে সরে যাওয়ার পাশাপাশি সবুজ-মেরুন ফুটবল দলের অংশীদারিত্বও ছাড়লেন সৌরভ। তাঁর অংশীদারিত্ব সম্ভবত গোয়েঙ্কা নিজের হাতেই রাখবেন।