প্রতিবেদন: দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা রেশন দোকানগুলির অবস্থা ভাল নয়৷ দীর্ঘদিন ধরে এই রেশন ডিলারদের কমিশন বাড়ানোর দাবি জানানোর পরেও কোনও ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেনি মোদি সরকার৷ এই পরিস্থিতিতে গত ২০ জানুয়ারি রেশন ডিলারদের সংগঠনের শীর্ষ পদাধিকারী ও প্রতিনিধিদের নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং সমবায়মন্ত্রী অমিত শাহর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ সৌগত রায়৷
আরও পড়ুন-মঙ্গলাহাটে হবে মার্কেট কমপ্লেক্স, মাটি পরীক্ষা, পুনর্বাসন মিলবে ১২০০ ব্যবসায়ীর
ওই বৈঠকে রেশন ডিলারদের সমস্যা খতিয়ে দেখার বিষয়ে সুনিশ্চিত আশ্বাস দিয়ে ১৫ দিনের মধ্যে যাবতীয় সমস্যার সমাধান করার দাবি জানিয়েছিলেন কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ৷ তারপরে কেটে গিয়েছে দেড় মাসের বেশি সময়৷ রেশন ডিলারদের সমস্যার কোনও সমাধান হয়নি৷ এই পরিস্থিতিতে রেশন ডিলারদের সমস্যার সমাধান, রেশন দোকানগুলির কার্যকারিতা বৃদ্ধি এবং অত্যধিক মূল্যবৃদ্ধির সমস্যার কথা জানিয়ে আরও একবার চিঠি লিখে অমিত শাহর দৃষ্টি আকর্ষণ করেছেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ, অধ্যাপক সৌগত রায়৷ সোমবার থেকে শুরু হতে চলা সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সঙ্গে সাক্ষাতের চেষ্টা করে রেশন ডিলারদের সমস্যা নিয়ে আলোচনার জন্যও উদ্যোগ গ্রহণ করছেন সৌগতবাবু নিজেই৷ এই লক্ষ্যে অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের সময়ও চেয়েছেন বর্ষীয়ান তৃণমূল সাংসদ৷