ইতিহাস গড়ে উচ্ছ্বসিত সৌরভ

অধরা স্বপ্নপূরণের জন্য লেগে গেল নেই নেই করে ১৮ বছর! তাই মালয়েশিয়া ওপেন চ্যাম্পিয়ন হয়ে উচ্ছ্বাসে ভাসছেন সৌরভ ঘোষাল।

Must read

কুয়ালা লামপুর, ২৮ নভেম্বর : অধরা স্বপ্নপূরণের জন্য লেগে গেল নেই নেই করে ১৮ বছর! তাই মালয়েশিয়া ওপেন চ্যাম্পিয়ন হয়ে উচ্ছ্বাসে ভাসছেন সৌরভ ঘোষাল। প্রথম ভারতীয় স্কোয়াশ খেলোয়াড় হিসেবে এই খেতাব জিতে ইতিহাস গড়েছেন। ২০০৩ সালে ফাইনালে উঠেও হেরে গিয়েছিলেন। উচ্ছ্বসিত সৌরভ তাই বলছেন, ‘‘এতদিনের স্বপ্ন অবশেষে পূরণ হল। কঠোর পরিশ্রমের ফল অবশেষে পেলাম।’’

আরও পড়ুন-ম্যাচ ফিট হয়েই দলে ফিরে আসতে চাই

শনিবার রাতে অনুষ্ঠিত ফাইনালে সৌরভের প্রতিদ্বন্দ্বী ছিলেন টুর্নামেন্টের শীর্ষ বাছাই মিগুয়েল রডরিগেজ। কলম্বিয়ান প্রতিপক্ষের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই করে ১১-৭, ১১-৮, ১৩-১১ ব্যবধানে ম্যাচ জিতে নেনে বঙ্গসন্তান। সৌরভ বলছেন, ‘‘মিগুয়েল দুর্দান্ত খেলোয়াড়। ওর বিরুদ্ধে ম্যাচ জিততে নিজের সেরাটাই দিতে হয়েছে। তবে এই ম্যাচটার জন্য আলাদা ভাবে প্রস্তুতি নিয়েছিলাম।’’

আরও পড়ুন-প্রথম অ্যাওয়ে জয় বার্সেলোনার লা-লিগা

৩৫ বছর বয়সি সৌরভ গত তিন বছরে প্রথমবার কোনও পিএসএ ট্রফি জিতলেন। ২০১৮ সালে শেষবার তিনি কলকাতা ওপেনে চ্যাম্পিয়ন হয়েছিলেন। ফাইনাল ম্যাচ প্রসঙ্গে সৌরভের বক্তব্য, ‘‘এই জয় আমার কাছে স্পেশাল। তিন বছর পর আরও একটা ট্রফি জিতলাম। তার ওপরে প্রথম ভারতীয় খেলোয়াড় হিসেবে মালয়েশিয়া ওপেন জিততে পেরে আমি গর্বিত।”

Latest article