বিরাট নিয়ে বিতর্কের আবহে সোজাসাপ্টা সৌরভ

ট্রফি জেতার ক্ষমতা আছে রোহিতের

Must read

প্রতিবেদন : ওয়ান ডে দলের নেতৃত্ব হারানো বিরাট কোহলির প্রতি একদিকে যখন সহানুভূতির হাওয়া বইছে, নেতৃত্ব কেড়ে নেওয়ায় বিরাট-ভক্তরা যখন বোর্ডের বিরুদ্ধে সরব হয়েছেন, তখন সাদা বলের ক্রিকেটে রোহিত শর্মার নেতৃত্বের ভূয়সী প্রশংসা করলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। বিসিসিআই প্রেসিডেন্ট সাফ জানিয়ে দিলেন, বিরাটের অনুপস্থিতিতে রোহিত ভারতীয় দলকে খুব ভাল নেতৃত্ব দিয়েছেন। দলও সাফল্য পেয়েছে। আগামী দিনে বড় ট্রফি জিতবেন নেতা রোহিত।

আরও পড়ুন-গেরুয়া আক্রমণে ব্রিগেডিয়ার কন্যা

৩৪ বছরের মুম্বইকরের পাশে দাঁড়িয়ে সৌরভ বুঝিয়ে দিলেন, বিরাটের ট্রফি নেই কিন্তু রোহিতের ট্রফি আছে। বলেন, ‘‘রোহিত অধিনায়ক হিসেবে অনেক উন্নতি করেছে। একজন নেতা হিসেবে নিজেকে সমৃদ্ধ করেছে। এই কারণেই নির্বাচকরা ওকে সাদা বলের ক্রিকেটের নেতা হিসেবে বেছে নিয়েছে। অধিনায়ক হিসেবে রোহিতের আইপিএল রেকর্ডও আসাধারণ। পাঁচটা ট্রফি জিতেছে। অবিশ্বাস্য!’’

এর পর বোর্ড প্রেসিডেন্ট যোগ করেন, ‘‘বছর তিনেক আগে বিরাটের অনুপস্থিতিতে ভারতকে নেতৃত্ব দিয়ে এশিয়া কাপ জিতেছে। রোহিত বড় টুর্নামেন্টে আগে সাফল্য পেয়েছে। এবার ওর কাছে ভাল দল আছে। আশা করি আইসিসি ইভেন্ট বা বড় টুর্নামেন্টে ছবিটা বদলাবে।’’
তবে সৌরভ এটাও বলে দিয়েছেন, ‘‘টেস্টে দ্রাবিড়-বিরাট জুটি এবং ওয়ান ডে, টি-২০’তে দ্রাবিড়-রোহিত জুটির কাজে বোর্ড কোনও হস্তক্ষেপ করবে না। সম্পূর্ণ স্বাধীনভাবে কাজ করতে পারবে ওরা।’’

আরও পড়ুন-যুক্তরাষ্ট্রে টর্নেডো হানা, মৃত ৮০

বোর্ড প্রধান প্রশংসায় ভরিয়ে দিয়েছেন কোচ রাহুল দ্রাবিড়কেও। তাঁর প্রাক্তন সতীর্থকে নিয়ে সৌরভ বলেন, ‘‘দ্রাবিড় অন্য ধরনের মানুষ। শুনেছি, কানপুরে প্র্যাকটিস শেষে ও নিজেই কোণ, বল, উইকেট তুলে নিয়ে ড্রেসিংরুমে ফিরত। ফটোগ্রাফারদের জন্য খুব ভাল ছবি। আসলে দ্রাবিড় এমনই নম্র, বিনয়ী মানুষ। কোচ হিসেবে ও নিশ্চিতভাবে সফল হবে।’’
এদিকে, বোর্ড প্রেসিডেন্ট আবারও জানিয়ে দিলেন, অতিমারির খারাপ সময় কেটে গিয়েছে। আশা করি, আগামী বছর আইপিএল দেশের মাটিতেই হবে।

Latest article