কর্নাটক বিধানসভায় সাভারকরের ছবি নিয়ে তীব্র রাজনৈতিক বিতর্ক

ভোটমুখী হিন্দুত্বের অস্ত্রে শান বিজেপির

Must read

প্রতিবেদন : কর্নাটক বিধানসভায় টাঙানো হল বিনায়ক দামোদর সাভারকরের (Savarkar Portrait- Karnataka Assembly) বিরাট ছবি। বিজেপি সরকারের এই সাভারকর রাজনীতি ঘিরে উত্তাল হয়ে উঠল কর্নাটক। সোমবার বিধানসভায় সাভারকরের ছবি উন্মোচন করেন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। বিজেপির এই চালের পাল্টা বিধানসভার বাইরের সিঁড়িতে জওহরলাল নেহরুর ছবি হাতে বিক্ষোভ দেখালেন কংগ্রেস বিধায়করা। সবমিলিয়ে সোমবার সাভারকরকে নিয়েই দিনভর উত্তপ্ত হয়ে উঠল কর্নাটক।

সোমবার থেকে কর্নাটক বিধানসভায় (Savarkar Portrait- Karnataka Assembly) শীতকালীন অধিবেশন শুরু হয়েছে। অধিবেশনের প্রথমদিনই বিধানসভার অন্দরে সাভারকরের ছবি টাঙায় রাজ্যের বিজেপি সরকার। এই ইস্যুতে বিতর্ক তৈরি হতে পারে অনুমান করে একইসঙ্গে মহাত্মা গান্ধী, স্বামী বিবেকানন্দ, বি আর আম্বেদকর, নেতাজি সুভাষচন্দ্র বসু, সর্দার বল্লভভাই প্যাটেলের ছবিও উন্মোচন করেন মুখ্যমন্ত্রী বোম্মাই। কিন্তু বিধানসভার অন্দরে সাভারকরের ছবি টাঙানো নিয়ে তীব্র অসন্তোষ আপত্তি জানায় কংগ্রেস। স্বাধীনতা আন্দোলন পর্বে ব্রিটিশ সরকারের কাছে নিজের কারামুক্তির বিনিময়ে মুচলেকা দেওয়া সাভারকর সম্পর্কে চিরকাল আদর্শগত বিরোধ রয়েছে কংগ্রেসের। অন্যদিকে সাভারকরকে হিন্দুত্বের অন্যতম ধ্বজাধারী হিসাবে দেখিয়ে থাকে বিজেপি। কর্নাটকে বিধানসভা নির্বাচনের আগে হিন্দুত্বের হাওয়া উসকে দিতেই গেরুয়া শিবির সাভারকর রাজনীতি করতে চাইছে বলে অভিযোগ প্রধান বিরোধী দল কংগ্রেসের। এদিন বিজেপির এই পদক্ষেপের পাল্টা নেহরুর ছবি হাতে নিয়ে বিধানসভার সিঁড়িতে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিরোধী দলনেতা সিদ্দারামাইয়া, কংগ্রেসের রাজ্য সভাপতি শিবকুমার-সহ দলের সব বিধায়করা।

আরও পড়ুন-৭ জানুয়ারি পুরস্কার তুলে দেবেন রাষ্ট্রপতি, রাজ্য বিজেপির মুখে ঝামা

কংগ্রেস নেতা শিবকুমার বলেন, স্পিকার তাঁদের জানিয়েছিলেন, সোমবার বিধানসভার হলে আম্বেদকরের ছবি উন্মোচন করা হবে। কিন্তু এখানে এসে তাঁরা দেখেন অন্যদের সঙ্গে সাভারকরের ছবিও উন্মোচন করা হচ্ছে। সাভারকর একজন বিতর্কিত ব্যক্তিত্ব। কর্নাটক ও ভারতীয় রাজনীতির সঙ্গে তাঁর কোনও যোগ নেই। পরাধীন ভারতকে স্বাধীন করার কাজ করে যে দেশনায়করা জাতীয় নায়কের মর্যাদা পান তার মধ্যে সাভারকর কোনওভাবেই পড়েন না। তিনি জাতীয় নায়ক নন। তাই বিধানসভায় তাঁর ছবি উন্মোচনের তীব্র বিরোধী কংগ্রেস। একইসঙ্গে কংগ্রেসের দাবি, কর্নাটকের উন্নয়ন, সংস্কারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের ছবি বিধানসভায় টাঙানো হোক। প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা সিদ্দারামাইয়ার দাবি, শীতকালীন অধিবেশনে বানচাল করতেই বিজেপির এই পরিকল্পিত কৌশল। অধিবেশনে বিজেপি সরকারের দুর্নীতি নিয়ে সরব হওয়ার প্রস্তুতি নিয়েছেন তাঁরা। তাতে চাপে পড়ত বিজেপি। সেই আলোচনা এড়াতেই এটা গেরুয়া দলের কৌশল। বিজেপির পাল্টা দাবি, কর্নাটকের রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত সাভারকর। তাই তাঁকে সম্মান জানাতেই বিধানসভার অন্দরে তাঁর ছবি টাঙানো হয়েছে।

Latest article