Fox Tragedy: বিধানসভায় আর্তি শিয়াল থেকে বাঁচান

নিজের এলাকায় শেয়ালের হানা ঠেকাতে রাজ্য সরকারের কাছে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন তৃণমূল কংগ্রেস বিধায়ক তাজমুল হোসেন।

Must read

শিয়ালের হানা ঠেকাতে বিধায়কের কাতর আর্জি বিধানসভায়। নিজের এলাকায় শেয়ালের হানা ঠেকাতে রাজ্য সরকারের কাছে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন তৃণমূল কংগ্রেস বিধায়ক তাজমুল হোসেন।

আরও পড়ুন-Pumping Station: চল্লিশ কোটি ব্যয়ে ড্রেনেজ পাম্পিং স্টেশন

শুক্রবার বিধানসভায় সম্প্রতি মালদার হরিশচন্দ্রপুরে শিয়ালের হামলা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন স্থানীয় বিধায়ক তাজমুল। তিনি বলেন, স্থানীয় গ্রামবাসীরা এখনও আতঙ্কে রয়েছেন। সেখানে আরও বেশি করে ভ্যাকসিন পাঠানোর আবেদন জানান তিনি।

উল্লেখ্য, গতকাল ভোরে হরিশচন্দ্রপুর-দুই নম্বর ব্লকের হরদমনগর গ্রামে হঠাৎই ২০-২২টি শেয়ালের আক্রমণে কম করে ৪৮ জন গ্রামবাসী আহত হন।

Latest article