কন্যাসন্তান বাঁচান সচেতনতা কর্মশালা

কর্মশালায় ক্রমহ্রাসমান লিঙ্গ-অনুপাত এবং চাইল্ড সেক্স রেশিও, কন্যাভ্রূণ হত্যা ইত্যাদি প্রতিকারের উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়।

Must read

সংবাদদাতা, রায়গঞ্জ : উত্তর দিনাজপুর জেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ সমিতির আয়োজনে জেলা পরিষদের রবীন্দ্র সভাকক্ষে প্রি কনসেপশন অ্যান্ড প্রিনেটাল ডায়াগনিস্টিক টেকনিক (প্রিভেনশন অফ সেক্স সিলেকশন অ্যাক্ট, ১৯৯৪) সংক্রান্ত একটি সচেতনতা কর্মশালার আয়োজন করা হয়। সভায় ছিলেন জেলা সভাধিপতি পম্পা পাল, অতিরিক্ত জেলাশাসক সাধারণ হসিন জেহারা রেজবি, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক পূরণকুমার শর্মা, পুরপ্রশাসক সন্দীপ বিশ্বাস প্রমুখ।

আরও পড়ুন-জম্মু-কাশ্মীরে শুরু বিধানসভা ভোট, বহুস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা

কর্মশালায় ক্রমহ্রাসমান লিঙ্গ-অনুপাত এবং চাইল্ড সেক্স রেশিও, কন্যাভ্রূণ হত্যা ইত্যাদি প্রতিকারের উপায় সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। জেলা প্রশাসন ও স্বাস্থ্য প্রশাসন সংশ্লিষ্ট সকলকে সেভ দ্য গার্ল চাইল্ড প্রচারে সক্রিয়ভাবে অংশ নিতে আহ্বান জানান। জেলা প্রশাসনের তরফ থেকে পুজো কমিটিগুলিকে আবেদন করা হয়, যাতে তারা সেভ দ্য গার্ল চাইল্ড ক্যাম্পেনে অংশ নিয়ে নিজ নিজ মণ্ডপে প্রচার করতে বলেন।

Latest article