দুঃখপ্রকাশ নয় নিজের অবস্থানে অনড় সাবিত্রী

বিজেপির চাপে নতিস্বীকার করে তিনি নিজের অবস্থান থেকে সরবেন না বলে জানিয়ে দিলেন মানিকচকের তৃণমূল কংগ্রেস বিধায়ক সাবিত্রী মিত্র

Must read

প্রতিবেদন : বিজেপির চাপে নতিস্বীকার করে তিনি নিজের অবস্থান থেকে সরবেন না বলে জানিয়ে দিলেন মানিকচকের তৃণমূল কংগ্রেস বিধায়ক সাবিত্রী মিত্র। এ নিয়ে দুঃখপ্রকাশ করার কোনও জায়গা নেই বলে স্পষ্ট ভাষায় জানিয়েছেন তিনি। এদিন সাবিত্রী বলেন, আমি যা বলেছি সেটা বাস্তব। কোথায় জনসভা হচ্ছে সেই খবরই রাখেন না বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী।

আরও পড়ুন-বিনিকে নোটিশ এথিক্স কমিটির

সভা ছিল রতুয়াতে, তিনি বলছেন মানিকচকে। ওরা সতর্ক থাকলে, আমি সতর্ক থাকব। আর যদি ওরা সতর্ক না থাকে তাহলে আমি সতর্ক থাকব কী করে। তাঁরা মুখ্যমন্ত্রীকে কুৎসিত ভাষায় আক্রমণ করছেন। তৃণমূলকে অশালীন কথা বলছেন। তাদের থেকে সংস্কৃতি শিখতে যাব না আমি। অন্যকে জ্ঞান না দিয়ে নিজেরা ভদ্রতা শিখুক বিজেপি। এদিকে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর মন্তব্য করার অভিযোগে সাবিত্রী মিত্রের বিরুদ্ধে মঙ্গলবার বিধানসভার উল্লেখ পর্বে নিন্দা প্রস্তাব আনে বিজেপি।

আরও পড়ুন-কাসিমিরো বিশ্বের সেরা মিডফিল্ডার : নেইমার

অধ্যক্ষ আলোচনায় সম্মত না হওয়ায় ওয়াক আউট করে বিজেপির পরিষদীয় দল। কিন্তু কোনও ভাবেই টলানো যায়নি সাবিত্রী মিত্রকে। নিজের বক্তব্যেই অনড় ছিলেন তিনি। অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এদিন সাবিত্রী মিত্র জানিয়ে দেন, তিনি আদৌ কোনও ভুল কথা বলেননি। তিনি গুজরাটি বলতে মোদি-শাহর কথাই বলতে চেয়েছেন। আসলে পায়ের নিচের জমি এবং বিশ্বাসযোগ্যতা কোনওটাই নেই বিজেপির।

Latest article