বাকিদের নিয়েও কিছু বলুন, গাভাসকরকে খোঁচা বিরাটের কোচের

সুনীল গাভাসকরকে একহাত নিলেন বিরাট কোহলির ছোটবেলার কোচ রাজকুমার শর্মা।

Must read

নয়াদিল্লি, ১৮ ডিসেম্বর : সুনীল গাভাসকরকে একহাত নিলেন বিরাট কোহলির ছোটবেলার কোচ রাজকুমার শর্মা। ব্রিসবেন টেস্টে অফ স্টাম্পের বাইরের বল তাড়া করে আউট হওয়ার পর বিরাটের সমালোচনা করে গাভাসকর বলেছিলেন, ওর উচিত শচীন তেন্ডুলকরের ২০০৪ সালের সিডনি টেস্টের ডাবল সেঞ্চুরির ইনিংসটা দেখা।

আরও পড়ুন-হিমাচলে বেড়াতে গিয়ে মৃত্যু বাংলার যুবকের

মঙ্গলবার রাজকুমার পাল্টা বলেছেন, ‘‘সুনীল গাভাসকর গ্রেট ক্রিকেটার। ওঁর পরামর্শকে স্বাগত জানাচ্ছি। কিন্তু আমার মনে হয়, একা বিরাটকে নিয়ে না পড়ে ওঁর উচিত বাকি ভারতীয় ব্যাটারদের নিয়েও কিছু বলা।’’ তিনি আরও বলেছেন, ‘‘বিরাট ২০০৮ সাল থেকে পারফর্ম করে আসছে। দুটো ইনিংসে রান পায়নি বলে ওকে ফর্মে নেই বলা ঠিক নয়। মনে রাখবেন, বিরাট কিন্তু পারথে সেঞ্চুরি করেছিল। এই সিরিজে কতজন ব্যাটার সেঞ্চুরি করেছে? আমি পরিসংখ্যান জানি না।
কিন্তু বিরাটকে চিনি। জানি ও কী মাপের ক্রিকেটার। আমি নিশ্চিত, ও ঠিক ঘুরে দাঁড়াবে। ভারতীয় ক্রিকেটের ইতিহাসে বিরাটের মতো ধারাবাহিকতা আর কেউ দেখাতে পারেনি।’’

Latest article