কৃষ্ণনগরের সভা থেকে বিজেপিকে কটাক্ষ সায়নীর

নির্বাচন কমিশনকে আক্রমণ করে তিনি বলেন, ওদের হাতে সাধারণ মানুষ এবং বিএলওদের রক্ত লেগে আছে।

Must read

সংবাদদাতা, নদিয়া : কৃষ্ণনগরের যুব তৃণমূলের প্রতিবাদ সভা থেকে কটাক্ষ করে রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ বলেন, এতদিন আমরা দেখেছি দেশের জনগণই ঠিক করে দেশ কারা চালাবে, প্রধানমন্ত্রী ও অন্যান্য মন্ত্রী কারা হবে। আর এখন আমরা দেখছি দেশের সরকার ঠিক করছে, ভোটার কারা হবে। নির্বাচন কমিশনকে আক্রমণ করে তিনি বলেন, ওদের হাতে সাধারণ মানুষ এবং বিএলওদের রক্ত লেগে আছে। বিহারে এসআইআর করার মূল উদ্দেশ্যই ছিল বিহার হয়ে বাংলায় ঢোকা। সেটা আর হচ্ছে না। বিজেপি এবার পঞ্চাশের নিচে নেমে যাবে আর নবান্নে ফের ক্ষমতায় আসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তিনি রাজ্যে নব্বইয়ের বেশি উন্নয়ন প্রকল্প এনেছেন। সেখানে বিজেপির প্রধানমন্ত্রী শুধু জুমলা দিয়েছেন দেশকে।
পোস্ট অফিসের মোড়ে তৃণমূল কর্মী-সমর্থক ও সাধারণ মানুষের উপচে পড়া ভিড় দেখে উৎসাহিত সায়নী জানান, বিজেপি আপনাদের সকলকে ভারতীয় নাগরিকত্ব থেকে বাদ দিতে চায় আর মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সম্মান দিয়ে বাংলায় রাখতে চান এটাই পার্থক্য। কৃষ্ণনগর উত্তর সাংগঠনিক জেলা যুব তৃণমূল মহামিছিল ও প্রতিবাদসভার আয়োজন করে। কৃষ্ণনগর কালেকটরি মোড় থেকে কৃষ্ণনগর পোস্ট অফিস মোড়ে সেই মহামিছিল পৌঁছনোর পরে প্রতিবাদসভা শুরু হয়। প্রধান বক্তা সায়নী ঘোষ ছাড়াও ছিলেন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, জেলা তৃণমূল চেয়ারম্যান রূকবানুর রহমান, কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র, জেলা সভাধিপতি তারান্নুম সুলতানা মীর, বিধায়ক আলিফা আহমেদ, জেলা যুব তৃণমূল সভাপতি অয়ন দত্ত-সহ অন্যরা।

Latest article