প্রতিবেদন : বরানগর উপনির্বাচনে জয়ী হওয়ার পর শুক্রবার বিধানসভায় গিয়ে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)। শপথ গ্রহণের বিষয় অধ্যক্ষের সঙ্গে আলোচনা করেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। তিনি বলেন, স্পিকার স্যার আমাকে বহুবার বিধানসভায় আসতে বলেছিলেন, কিন্তু আমি আসিনি। কারণ, বাঁকুড়ায় হারার পর ঠিক করেছিলাম, যেদিন অধিকার অর্জন করব, সেদিন বিধানসভায় ঢুকব। ৩ বছর লেগে গেল। অনেক লড়াইয়ের পর জয় পেলাম। তবে এবারের লড়াইটা বেশ কঠিন ছিল বলেই জানান সায়ন্তিকা। দিনভর সাপলুডোর মতো কখনও এগিয়েছেন, কখনও পিছিয়ে গিয়েছেন। দিনের শেষে অবশ্য বিজেপি প্রার্থীকে ৮ হাজার ১৬৮ ভোটে পরাজিত করে শেষ হাসি হেসেছেন সায়ন্তিকা (Sayantika Banerjee)। অন্যদিকে একইদিনে অধ্যক্ষের সঙ্গে দেখা করেন লোকসভা ভোটে বাঁকুড়া থেকে জয়ী তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তীও। তালডাংরার বিধায়ক জানান, শীঘ্রই তিনি বিধায়ক পদ থেকে ইস্তফা দেবেন।
আরও পড়ুন- সরকার গঠন পর্বের শেষেই বকেয়া নিয়ে কেন্দ্রকে চাপ রাজ্যের