প্রয়াত আরামবাগের তৃণমূল সাংসদ মিতালী বাগের (Mitali Bag) মা। গ্রাম থেকে দিল্লি- তৃণমূল কংগ্রেসের যেকোন রকম লড়াইয়ে আরামবাগের মিতালী বাগ একজন একনিষ্ঠ সৈনিক। সাংসদ হিসাবে নিজের জায়গা করে নিয়েছেন তিনি। অত্যন্ত গরিব পরিবারের সন্তান মিতালী। ছোটবেলা থেকে বহু প্রতিকূলতার মাঝেই নিজেকে তৈরী করেছেন তিনি। ২০১৬ সালে তাঁর বাবার মৃত্যু হয়। সেই সময় থেকে তাঁর সর্বস্ব ছিলেন মা। এবার সেই মাকেও হারিয়ে ভেঙে পড়েছেন সাংসদ।
আরও পড়ুন-বছরশেষেও ফাঁকা বুলিই সম্বল, জ্বলন্ত সমস্যা নিয়ে নীরব প্রধানমন্ত্রী
এই অবস্থায় স্মৃতি রোমন্থন করে যাদবপুরের তারকা তৃণমূল কংগ্রেস সাংসদ সায়নী ঘোষ নিজের এক্স হ্যান্ডেলে ছবি শেয়ার করে লেখেন, ”আজ আমার অত্যন্ত মন খারাপের একটি দিন। আমার সহযোগী তৃণমূল কংগ্রেসের সদস্য, আরামবাগ কেন্দ্রের মাননীয়া সংসদ সদস্য শ্রীমতী মিতালী বাগের সদ্য মাতৃ বিয়োগের দুঃখ সবার সঙ্গে ভাগ করে নিতে হচ্ছে। মা শব্দটির গুরুত্ব প্রত্যেকের কাছে অপরিসীম কিন্তু যেই মা অল্প বয়েসে স্বামীহারা হয়েও নিজের ত্যাগ ও দায়িত্ব পালন করে সুযোগ্য সন্তান তৈরি করেন তিনি অসাধারণ। ব্যক্তিগতভাবে আমি তাঁর স্নেহের স্পর্শ পেয়েছি। গত বছর এই সময়েতেই আমি তাদের গ্রামে এসেছিলাম। জেঠিমা আমাকে মাতৃস্নেহে কাছে টেনে নিয়েছিলেন। নিজের হাতে আমাকে রান্না করে খাইয়ে ছিলেন। আজ মিতালীদির এই অপূরণীয় ক্ষতি আমারও ব্যাক্তিগত শোক। জেঠিমার আত্মার শান্তি কামনা করি। আমাদের মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় , সর্বভারতীয় সাধারণ সম্পাদক শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সমস্ত তৃণমূল কংগ্রেস পরিবারের সঙ্গে আমিও শ্রীমতী মিতালী বাগ এবং তাঁর পরিবারের জন্য সমব্যথী। ঈশ্বরের কাছে প্রার্থনা করি তিনিই তাঁদের মাতৃশোক সহ্য করার শক্তি দেবেন।
ওঁ শান্তি ।”
অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…
বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…