বুথভিত্তিক কমিটি গড়ে পঞ্চায়েত ভোটের প্রচারে জোর, হাওড়া যুবকর্মীদের চাঙ্গা করলেন সায়নী

তৃণমূল ভবনে হাওড়া সদরের সমস্ত বিধানসভার যুব তৃণমূল সভাপতি ও যুব তৃণমূল জেলা (সদর) কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন সায়নী

Must read

সংবাদদাতা, হাওড়া : হাওড়া (Howrah) সদর যুব তৃণমূল নেতৃত্বকে আগামীদিনে কীভাবে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে আন্দোলন করতে হবে তার রূপরেখা দিলেন যুব তৃণমূল রাজ্য সভানেত্রী সায়নী ঘোষ। সেইসঙ্গে কীভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে চালু হওয়া স্বাস্থ্যসাথী, কন্যাশ্রী, সবুজশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার প্রভৃতি জনমুখী প্রকল্পগুলিকে মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে তাও হাওড়ার যুব নেতৃত্বকে বুঝিয়ে দেন তিনি।

আরও পড়ুন-অভিষেকের উদ্যোগে হচ্ছে শ্মশানঘাট

তৃণমূল ভবনে হাওড়া সদরের সমস্ত বিধানসভার যুব তৃণমূল সভাপতি ও যুব তৃণমূল জেলা (সদর) কমিটির সদস্যদের সঙ্গে বৈঠক করেন সায়নী। ছিলেন হাওড়া সদর যুব তৃণমূল সভাপতি কৈলাস মিশ্র, যুব তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক তুষার ঘোষ প্রমুখ। বৈঠকে সায়নী যুব সংগঠনকে আরও মজবুত করার পাশাপাশি যে কোনও বিপদে-আপদে মানুষের পাশে থাকতে নির্দেশ দেন। ১০০ দিনের কাজের প্রাপ্য টাকা কীভাবে কেন্দ্র সরকার আটকে রেখেছে তা মানুষের সামনে তুলে ধরতে বলেন। পাশাপাশি পঞ্চায়েত ভোটের প্রস্তুতি হিসাবে বুথভিত্তিক কমিটি গড়ে এখন থেকেই প্রচারে নেমে পড়তে বলেন। কৈলাস জানান, রাজ্য সভানেত্রী বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছেন। সেই অনুযায়ী আমাদের কাজ চলবে। প্রত্যেক বিধানসভায় বৈঠক করে কাজের পর্যালোচনা করা হবে।

Latest article