ফের বাড়ি-গাড়ির লোনের সুদের হার বাড়াল এসবিআই!

Must read

মাছ-মাংস-সবজির দাম আকাশছোঁয়া। এরপরে আরও চাপ বাড়ালো স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI)। বাড়ল বাড়ি-গাড়ি লোনের সুদের হার। ১৫ জুলাই সোমবার থেকে বৃদ্ধি পেল গাড়ি-বাড়ির ঋণে সুদের হার।

আরও পড়ুন-দাঁড়িয়ে থাকা বাসে ধাক্কা ট্রাকের, মৃত ৬

১৪ জুলাই পর্যন্ত এসবিআইয়ের মার্জিনাল কস্ট অফ লেন্ডিং রেট ছিল ৫ বেসিস পয়েন্ট। আজ থেকে তা বেড়ে হয়েছে ১০ বেসিস পয়েন্ট। এমসিএলআরের উপরেই নির্ভর করে গাড়ি-বাড়ি-সহ একাধিক ঋণের সুদের হার। তাই এর জেরে এবার বাড়তে চলেছে গ্রাহকদের ইএমআই। চাপ বাড়তে চলেছে মধ্যবিত্তদের। এসবিআই (SBI) নিজেদের ওয়েবসাইটে জানিয়েছে, ৩ মাস থেকে ৩ বছরের মেয়াদি এমসিএলআরে সুদের হার ০.১০ শতাংশ বাড়ছে।

Latest article