প্রতিবেদন : আইএসএলের (ISL) আগে শেষ প্র্যাকটিস ম্যাচ ১-১ ড্র করল এসসি ইস্টবেঙ্গল (SC East Bengal)। প্রতিপক্ষ ছিল গতবারের চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি (Mumbai City FC)। তাই লাল-হলুদের এই রেজাল্টকে মোটেই খারাপ বলা যাচ্ছে না। প্রথমার্ধে ব্রাজিলীয় মিডফিল্ডার ক্যাসিও গ্যাব্রিয়েলের (Cássio Gabriel) গোলে এগিয়ে গিয়েছিল মুম্বই। দ্বিতীয়ার্ধে সেই গোল শোধ করে দেন সৌরভ দাস।
আরও পড়ুন-Ravi Shastri: যতদিন খেলা দেখব, ভারতকে সমর্থন করব
এদিন দুই দলের কোচই নিজেদের দল সাজিয়েছিলেন পাঁচজন বিদেশি রেখে। ইস্টবেঙ্গলের (East Bengal) পাঁচ বিদেশি ছিলেন টমিস্লাভ মার্সেলা, ফ্রাঞ্জো প্রিস, ড্যারেন সিডোয়েল, আমির দেরভিসেভিচ এবং আন্তোনিও পেরোসেভিচ। নাইজেরীয় স্ট্রাইকার ড্যানিয়েল চিমাকে বিশ্রাম দেন কোচ মানোলো দিয়াজ।
আরও পড়ুন-Mohun Bagan: ভুল শুধরে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন প্রীতমদের
অন্যদিকে, মুম্বইও মাঠে নেমেছিল পূর্ণশক্তির দল নিয়ে। দুই বিদেশি স্ট্রাইকার অ্যাঙ্গুলো ও ইগর। মাঝমাঠে জোহু এবং ক্যাসিও। ডিফেন্সে ছিলেন ফল। এছাড়া বিপিন সিং, রাহুল ভেকে, মন্দার রাও দেশাই, রেইনার ফার্নান্ডেজদের রেখেই দল সাজিয়েছিলেন মুম্বই কোচ। ফলে ম্যাচটা দারুণ জমেছিল। প্রসঙ্গত, আগামী রবিবার জামশেদপুর এফসি ম্যাচ দিয়ে এবারের আইএসএল অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল।