রি-টেস্টেই প্রমাণিত দুর্নীতি, ফুল মার্কস থেকে অনেক দূরে টপাররা

Must read

প্রতিবেদন: নিট পরীক্ষায় (NEET Scam) যে কত বড় কেলেঙ্কারি হয়েছে তার আবার প্রমাণ মিলল পুনরায় পরীক্ষার ফল প্রকাশ হওয়ার পরেই। রি-টেস্টের পর টপারের সংখ্যা কমে ৬৭ থেকে কমে দাঁড়াল ৬১। একইসঙ্গে ৭২০ নম্বরের ধারেকাছেও আসতে পারেনি এই পরীক্ষার্থীরা। ২৩ জুন ১৫৬৩ জন পরীক্ষার্থীর জন্য ফের পরীক্ষা নেওয়া হয়। এঁরা প্রত্যেকেই গ্রেস মার্কস পেয়েছিলেন ৫ মে পরীক্ষায়। ২৩ জুন পুনরায় পরীক্ষার ব্যবস্থা করা হয়। সেখানে ১৫৬৩ জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র ৮১৩ জন পরীক্ষায় বসেছিলেন। বাকি ৭৫০ জন পরীক্ষার্থী গরহাজির থাকেন। আদালত জানিয়ে দিয়েছিল, যাঁরা পরীক্ষায় বসবেন না তাঁদের গ্রেস মার্কস দেওয়া হবে না। গ্রেস মার্কস বাদ দিয়ে বাকি নম্বর নিয়েই সন্তুষ্ট থাকতে হবে। ২৩ জুন নিট (NEET Scam) রি-টেস্টে চণ্ডীগড় কেন্দ্রের ২ পরীক্ষার্থী অনুপস্থিত। ছত্তিশগড়ে ৬০২ জন পরীক্ষার্থীর মধ্যে ২৯১ জন, হরিয়ানায় দুটি কেন্দ্র থেকে মোট ৪৯৪ জন পরীক্ষার্থীর মধ্যে আবার পরীক্ষায় বসেন ২৮৭ জন। মেঘালয়ের ৪৬৪ জনের মধ্যে ফের পরীক্ষায় বসেন ২৩৪ জন, গুজরাতে পরীক্ষায় বসেন ১ জন। তাৎপর্যপূর্ণ ভাবে ৭২০ নম্বর পাওয়া ৬ জন পরীক্ষার্থীর ভিতর ৫ জন আবার পরীক্ষায় বসেছিলেন। কিন্তু তাঁরা কেউই আর টপার হতে পারেননি। সেই ৫ জন ৬৮০-র বেশি নম্বর পেয়েছেন। নিট প্রশ্নফাঁসের পর নতুন করে পরীক্ষা নেওয়া হলে, শতাংশের হিসেবে দেখা গিয়েছে মাত্র ৫২ শতাংশ পরীক্ষার্থী পুনরায় পরীক্ষা দিয়েছেন। ফলপ্রকাশের পর নতুন করে মেরিট লিস্ট বেরোবে আবার। তারপর ৬ জুলাই থেকে শুরু হবে কাউন্সেলিং।

আরও পড়ুন-১ জুলাইকে ‘কালা দিবস’ বললেন সাংসদ জহর সরকার

Latest article