প্রতিবেদন : অভাবি মেধাবীদের স্কলারশিপ দিয়ে নজির গড়েছে উত্তর কলকাতার অগ্রণী সংগঠন বৃন্দাবন মাতৃমন্দির (Brindaban Matri Mandir)। মাধ্যমিক-উচ্চমাধ্যমিকে দুরন্ত ফল করার পর উচ্চশিক্ষার জন্য আর্থিক প্রতিকূলতা যাদের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়, তাদের পাশেই দাঁড়ায় বৃন্দাবন মাতৃমন্দির (Brindaban Matri Mandir)। সংগঠনের পুজোর বাজেট থেকে টাকা বাঁচিয়ে প্রতি বছরের মতো এবারও সেই কাজ করতে কৃতীদের দিকে হাত বাড়িয়ে দিচ্ছে তারা। এই মহৎ কাজের এবার নবম বর্ষ। দুঃস্থ, মেধাবী পড়ুয়াদের জন্য ৩ লক্ষ টাকার সর্বমোট স্কলারশিপ দেওয়া হবে এবারও। ন্যূনতম দশম উত্তীর্ণরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। আবেদনপত্র পাওয়া যাবে www.brindabanmatrimadir.org. লিঙ্ক থেকে। এলাকার মানুষই তাঁদের প্রয়াত বাবা-মা বা অন্য কারওর নামে স্কলারশিপের জন্য অর্থসাহায্য করেন। এর ফলেই উপকৃত হচ্ছে বহু প্রতিভা।
আরও পড়ুন- ঝাড়গ্রামে নবজোয়ার, প্রস্তুতি তুঙ্গে