প্রতিবেদন : প্রায় দেড় বছর। শেষ পর্যন্ত রাজ্যে খুলতে ছলেছে শিক্ষা প্রতিষ্ঠান। ১৬ নভেম্বর থেকে সমস্ত স্কুল-কলেজ খোলার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার, শিলিগুড়ির প্রশাসনিক বৈঠক করছিলেন। সেখান থেকেই মুখ্যসচিবকে স্কুল খোলার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।
আরও পড়ুন : বিজেপি-ভাইরাসের ভ্যাকসিন মমতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়
প্রথমে ঠিক হয় ১৫ নভেম্বর থেকে খুলবে রাজ্যের স্কুল-কলেজ। কিন্তু সেদিন বীরসা মুন্ডার জন্মদিন থাকায় সরকারি ছুটি রয়েছে। সেই কারণেই ১৬ নভেম্বর থেকে স্কুল খোলার কথা জানিয়েছে নবান্ন। আপাতত নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাস হবে স্কুলে। অষ্টম শ্রেণি পর্যন্ত অনলাইন ক্লাসের ব্যবস্থাই চালু থাকবে বলে সরকারি সূত্রের খবর। করোনা পরিস্থিতিতে গত বছরের মার্চ মাস থেকে বন্ধ রাজ্যের সমস্ত স্কুল-কলেজ। এদিন, উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক থেকে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীকে স্কুল খোলার বিষয়ে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এবিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে যাবতীয় ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো নির্ধারিত দিন থেকে খুলে যাবে রাজ্যের সমস্ত স্কুল-কলেজ।