বাড়িতে পৌঁছে যাবে স্কুল ড্রেস, বই

অভিভাবকরা যেদিন মিড ডে মিল নিতে আসবেন, সেদিনই তাঁদের হাতে জুতো এবং স্কুল ইউনিফর্ম তুলে দেওয়া হবে বলে শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে।

Must read

প্রতিবেদন : করোনার প্রকোপে ফের দরজা বন্ধ হয়েছে স্কুলের। কিন্তু স্কুল বন্ধ থাকলেও পড়ুয়ারা যাতে প্রাপ্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত না হন সেবিষয়ে উদ্যোগী হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সমস্ত সরকারি স্কুলের ছাত্রছাত্রীকে প্রতি বছরের মতো এবারও বিনামূল্যে স্কুলের পোশাক, ব্যাগ ও জুতো বিতরণ করা হবে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন-সুতিতে অকাল ঝড় ও শিলাবৃষ্টিতে ভাঙল বাড়ি, নষ্ট ফসল

শিক্ষা দফতর সূত্রে খবর, প্রাক-প্রাথমিক স্তর থেকে শুরু করে অষ্টম শ্রেণি পর্যন্ত সমস্ত সরকারি স্কুলের ছাত্রছাত্রীকে পোশাক দেওয়ার জন্য এক কোটি টাকার বেশি বরাদ্দ করা হবে। রাজ্য সরকারের নিজস্ব তাঁত শিল্পী সমবায় দ্য ওয়েস্ট বেঙ্গল স্টেট হ্যান্ডলুম উইভার্স কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড ওই পোশাক সরবরাহের বরাত পেয়েছে। পড়ুয়াদের বাড়ি বাড়ি গিয়ে তাদের অভিভাবকদের হাতে পোশাক তুলে দেওয়া হবে। স্কুল পোশাকের পাশাপাশি অন্যান্য বছরের মত প্রাক প্রাথমিক থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত মোট ৫ লক্ষ ৩৪ হাজার ছাত্রছাত্রীকে ব্যাগ ও জুতো দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে। পঞ্চম এবং ষষ্ঠ শ্রেণীর মোট ১৪ লক্ষ পড়ুয়াকে দেওয়া হবে নীল স্কুল ব্যাগ। অভিভাবকরা যেদিন মিড ডে মিল নিতে আসবেন, সেদিনই তাঁদের হাতে জুতো এবং স্কুল ইউনিফর্ম তুলে দেওয়া হবে বলে শিক্ষা দফতর সূত্রে জানা গিয়েছে।

Latest article