জঙ্গিদের স্কুল

নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতের শাখা ফালাহ-ই-আলম কাশ্মীরে একাধিক স্কুল চালাচ্ছে।

Must read

নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতের শাখা ফালাহ-ই-আলম কাশ্মীরে একাধিক স্কুল চালাচ্ছে। একদিন বা দুদিন নয় বছরের পর বছর ধরে ওই সব স্কুলে ক্লাস চলছে। সম্প্রতি বিষয়টি রাজ্য প্রশাসনের নজরে এসেছে। ১৫ দিনের মধ্যে ওই স্কুল বন্ধ করে দেওয়া হবে বলে রাজ্য প্রশাসন জানিয়েছে। পাশাপাশি ওই সব স্কুলের পড়ুয়াদের অন্য স্কুলে ভর্তির ব্যবস্থাও প্রশাসনই করবে বলে জানানো হয়েছে।

আরও পড়ুন-রঙ্গিতের তিরে অপরূপ এক পাহাড়ি গ্রাম

রাজ্য প্রশাসন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, জামাতের শাখা সংগঠন ফালাহ-ই-আলম উপত্যকায় বেশ কিছু স্কুল খুলেছে। আগামী ১৫ দিনের মধ্যে ওই স্কুলগুলি বন্ধ করে দেওয়া হবে। পড়ুয়াদের অন্যত্র ভর্তির ব্যবস্থা প্রশাসনই করবে। পাশাপাশি সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপত্যকার প্রত্যেক বাসিন্দাকে বলা হচ্ছে, তাঁরা যেন তাঁদের সন্তানদের ওই স্কুলে ভর্তি না করেন।

Latest article