প্রতিবেদন: ইতিমধ্যেই জেলায় জেলায় লু-এর সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। এই পরিস্থিতিতে স্কুলের সময় খানিকটা এগিয়ে আনা যায় কি না সেই বিষয়ে ভাবনাচিন্তা করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই নিয়ে জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যানের কাছে রিপোর্ট চেয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এই রিপোর্ট জমা পড়লে তা শিক্ষা দফতরে জানানো হবে।
আরও পড়ুন-দারিদ্রতা! বার্ষিক পরীক্ষায় বসতে না পেরে যোগীরাজ্যে আত্মঘাতী পড়ুয়া
এরপর শিক্ষা দফতরের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। এই প্রসঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান গৌতম পাল বলেন, প্রচণ্ড গরমে স্কুলের সময় এগিয়ে আনা যায় কি না সেই বিষয়ে চিন্তাভাবনা করা হচ্ছে। জেলা প্রাথমিক শিক্ষা সংসদের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে। মঙ্গলবারের মধ্যে সেই রিপোর্ট এসে যাবে। এই রিপোর্ট শিক্ষা দফতরে জমা দেওয়া হবে।