পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের একটি বেসরকারি স্কুলের এক মালিকের বিরুদ্ধে জনপ্রিয় গায়িকা লগ্নজিতার (Lagnajita) গানে বাধা দেওয়া ও দুর্ব্যবহারেরও অভিযোগ উঠেছে। এই ঘটনায় মেহবুব মল্লিক নামে ওই ব্যক্তিকে কয়েক ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে পুলিশ। শিল্প ও শিল্পীর রক্ষায় কোনও বেনিয়ম বরদাস্ত নয়। বারবার এমন নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারই প্রতিফলন রবিবার পূর্ব মেদিনীপুরে। ঘটনায় অভিযোগ দায়েরের কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার মূল অভিযুক্ত। সেই সঙ্গে অভিযোগ নেওয়ায় গাফিলতির অভিযোগে থানার ওসির বিরুদ্ধেও বিভাগীয় তদন্তের নির্দেশ জেলা পুলিশ সুপারের।
আরও পড়ুন-২৬ ডিসেম্বর থেকে বাড়ছে ট্রেনের ভাড়া
শনিবার রাতে পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে একটি স্কুলে গানের অনুষ্ঠান করতে যান শিল্পী লগ্নজিতা চক্রবর্তী। সেখানে সাত-আটটি গান গাওয়ার পরে স্থানীয় এক নেতা মেহবুব মল্লিক তাঁকে হেনস্থা করেন বলে অভিযোগ। গান নিয়ে নির্দেশ দিতে থাকেন। সেই সঙ্গে তিনি যে গান গাইছিলেন তা বন্ধ করার নির্দেশ দেন। তুই-তুকারি করে সম্বোধন করারও অভিযোগ করেন শিল্পী। এরপরই তিনি মঞ্চ ছেড়ে বেরিয়ে যান।
আরও পড়ুন-আজ কলকাতায় মরশুমের শীতলতম দিন
ভগবানপুর থানায় এই বিষয়ে অভিযোগ দায়ের করতে গেলে সেখানে ওসি শাহেনশা মণ্ডল তাঁকে হেনস্থা করেন বলে অভিযোগ। সেখানে প্রথমে তাঁর অভিযোগ নিতে চাওয়া হয়নি, অভিযোগ শিল্পীর। সেই সময়ে অভিযুক্ত লোক থানা ঘেরাও করে পাল্টা শিল্পীকেই ক্ষমা চাওয়ার দাবি জানায় বলে অভিযোগ করেন তিনি। এরপর একটি সাধারণ অভিযোগ দায়ের করে কলকাতার পথে রওনা হন শিল্পী।
আরও পড়ুন-ছুটির দিনে ব্যাহত মেট্রো, হয়রান মেট্রো যাত্রীরা
ঘটনায় রবিবার দুপুরের মধ্যে অভিযুক্ত মেহবুব মল্লিককে গ্রেফতার করে ভগবানপুর থানার পুলিশ। পূর্ব মেদিনীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন কুমার দে জানান, অভিযুক্তকে গ্রেফতার করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। সেই সঙ্গে ভগবানপুর থানার ওসির বিরুদ্ধেও বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।
বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…