প্রতিবেদন: এবার কেন্দ্রের বিরুদ্ধে রাস্তায় নামল মনিপুরের স্কুল পড়ুয়ারা। সোমবার স্কুলের পোশাক পরে ইম্ফলে রাজভবন অভিযানে কেন্দ্রের বিরুদ্ধে সরব হল তারা। জঙ্গি হামলা রুখতে ব্যর্থ বিজেপি সরকারের স্কুল বন্ধ করার সিদ্ধান্তের প্রতিবাদে সামিল হয় তারা। সেই সঙ্গে রাজ্যে শান্তি ফেরাতে ব্যর্থ কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহারেরও দাবি জানায় পড়ুয়ারা। সর্বাভারতীয় তৃণমূল কংগ্রেস এক্স হ্যান্ডলে কটাক্ষ করেছে, ডবল ইঞ্জিন সরকারের সার্বিক ব্যর্থতার বিরুদ্ধে রাজ্য জুড়ে মানুষের ক্ষোভের বিস্ফোরণ ঘটেছে।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর দাবির কাছে মাথানত কেন্দ্রের, কমছে স্বাস্থ্যবিমায় জিএসটি
বেশ কয়েক মাস শান্ত থাকার পরে ফের উপজাতি সংঘর্ষে উত্তপ্ত মনিপুর। এবার তা আর পাহাড়ে প্রত্যন্ত এলাকায় আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ নেই। ইম্ফল শহরেই মৃত্যু হয়েছে তিনজনের। ড্রোন হামলায় কেন্দ্রীয় বাহিনীর বিমানও ধ্বংস হয়েছে। সেক্ষেত্রে মণিপুরে দীর্ঘদিন ধরে থাকা কেন্দ্রীয় বাহিনী নিজেদেরই নিরাপত্তা দিতে ব্যর্থ প্রমাণিত হয়েছে। প্রতিবাদে শুক্রবার ইম্ফল শহরে দীর্ঘ মানব বন্ধন করেন সাধারণ মানুষ। এবার কেন্দ্রের সেই ভ্রান্ত নীতির বিরুদ্ধে পথে নামল মনিপুরের স্কুল পড়ুয়ারা। লক্ষণীয়, গত কয়েকদিনে মণিপুরে অশান্তিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২। বারবার ড্রোন হামলায় বিপর্যস্ত মনিপুরে এবার স্কুল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মনিপুরের বিজেপি প্রশাসন। প্রতিবাদে সরব হয় মনিপুরের স্কুল পড়ুয়ারা। রাজ্যপালের সঙ্গে সাক্ষাতের দাবি জানিয়ে রাজভবন অভিযানে নামে তারা সোমবার। একদিকে চলতি সময়ে হামলার পরিমাণ বেড়ে যাওয়া, অন্যদিকে পঠন-পাঠন বন্ধের বিরুদ্ধে সরব হয় তারা। স্কুল পড়ুয়াদের পাশাপাশি কলেজ পড়ুয়ারাও বিক্ষোভে যোগ দেয়। স্কুল খোলার পাশাপাশি পড়ুয়ারা দাবি করে মনিপুর থেকে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী প্রত্যাহারের। তিন বছর ধরে মনিপুরে কেন্দ্রীয় বাহিনী থাকা সত্ত্বেও হিংসার পরিবেশের কোনও উন্নতি হয়নি।