সংবাদদাতা, জঙ্গিপুর : রাজ্য সরকারের নির্দেশ মেনে দুর্গাপুজোর আগেই মুর্শিদাবাদের ফরাক্কা ব্লকের প্রায় ৬৮ হাজার ছাত্রছাত্রীকে স্কুলের নতুন পোশাক দেওয়ার উদ্যোগ নিল ফারাক্কা ব্লক প্রশাসন। মুর্শিদাবাদের বিভিন্ন ব্লক থেকে স্কুল ইউনিফর্মের গুণমান এবং মাপ নিয়ে অভিযোগ এলেও এখনও পর্যন্ত ফারাক্কা ব্লকের বিভিন্ন স্কুলে যে পোশাক ইউনিফর্ম ছাত্র-ছাত্রীদেরকে সরবরাহ করা হয়েছে তার গুণমান নিয়ে কোনও অভিযোগ আসেনি বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
আরও পড়ুন-প্রযোজক ও পরিচালক উত্তমকুমার
ফারাক্কা ব্লক প্রশাসনের এক কর্তা বলেন, এবছর ফারাক্কা ব্লকের ৯২টি প্রাথমিক স্কুল, ১৭টি উচ্চমাধ্যমিক স্কুল, ৩৪টি এসএসকে, ৪টি এমএসকে এবং পাঁচটি হাই মাদ্রাসায় ৬৮,৫৮১ জন ছাত্রছাত্রীর জন্য স্কুল ইউনিফর্ম তৈরির বরাত দেওয়া হয়েছে। জেলা প্রশাসনের এক আধিকারিক জানান -ইতিমধ্যে রাজ্য সরকার নির্দেশ দিয়েছে দুর্গাপুজো-র আগে সমস্ত স্কুলের ছাত্রছাত্রীরা যাতে দু’সেট করে ইউনিফর্ম পায় তা সুনিশ্চিত করতে হবে।