রাজ্যের সিদ্ধান্তে সম্মতি দিল হাইকোর্ট স্কুল খুলছে ১৬ নভেম্বরই

Must read

প্রতিবেদন : পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ১৬ নভেম্বরই খুলবে রাজ্যের সমস্ত স্কুল। রাজ্য সরকারের সিদ্ধান্তে সিলমোহর দিয়ে এ কথা জানিয়ে দিল হাইকোর্ট। আগামী ১৬ নভেম্বর থেকে রাজ্যে স্কুল খোলা ‘আটকাতে’ একটি জনস্বার্থ মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। সেই মামলার শুনানিতে বৃহস্পতিবার আদালতের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, রাজ্য সরকারের পূর্ব ঘোষণা মতো ১৬ নভেম্বর থেকে স্কুল খোলায় কোনও বাধা নেই। তবে স্কুল খুললেও করোনাবিধি মেনেই হবে ক্লাস। গত সোমবার আইনজীবী সুদীপ ঘোষ চৌধুরি এই স্কুল খোলা নিয়ে একটি মামলা করেন কলকাতা হাইকোর্টে। তিনি আদালতে জানান, রাজ্য সরকার সঠিক পরিকল্পনা না করেই স্কুল খুলছে। তা ছাড়া স্কুলের পড়ুয়াদের কারও ভ্যাকসিন হয়নি, তাই করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। বিশেষ কমিটি গড়ার প্রস্তাবও দেন তিনি। কিন্তু সেই বক্তব্য কার্যত পত্রপাঠ খারিজ করে দিয়েছে আদালত।

আরও পড়ুন : “চল্ ভাই কোর্টে দেখা হবে” অধিকারী ভাইদের পাল্টা কুণালের

উত্তরকন্যা থেকেই আগামী ১৬ নভেম্বর থেকে স্কুল খোলা নিয়ে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরেই একাধিক নির্দেশিকা জারি করে ১৬ তারিখ থেকে স্কুল খোলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয় শিক্ষা দফতর। সেই নির্দেশিকাই বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব ও রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে জানায় রাজ্য সরকার। এদিন রাজ্যের তরফে আদালতে জানানো হয়েছে, প্রতিদিন ১০ মিনিট করে পড়ুয়াদের কোভিড নিয়ে সচেতন করা হবে। ক্লাস চালু করতে কোনও স্কুলের অসুবিধা থাকলে তারা রাজ্যের সঙ্গে যোগাযোগ করবে। নবম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ক্লাস হলে স্কুলের ১৫ শতাংশ পড়ুয়া উপস্থিত থাকবে। দেশের প্রায় সব রাজ্যে স্কুল খুলে গিয়েছে। অন্ধ্রপ্রদেশ, চণ্ডীগড়, বিহার, কেরল, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র— এই সব রাজ্যে অনেক আগেই স্কুল খুলে গিয়েছে। তাই করোনাবিধি মেনেই রাজ্যে খুলছে স্কুল। রাজ্যের দেওয়া বক্তব্যে সন্তুষ্ট হয়ে জনস্বার্থ মামলাকে আর গুরুত্ব দিতে চায়নি হাইকোর্ট।

Latest article