বৃষ্টি থেকে আপাতত মুক্তি নেই উত্তরাখণ্ড (Uttarakhand) এর বিভিন্ন জেলার। বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলেই সতর্কবার্তা জারি করা হয়েছে। ইতিমধ্যেই রাজ্যের কিছু জেলায় সতর্কতা জারি করা হয়েছে। রাজ্যের দশ জেলায় স্কুল বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আরও বলা হয়েছে পুণ্যার্থীদের নিরাপত্তার কথা মাথায় রেখেই আগামী ৫ সেপ্টেম্বর পর্যন্ত চারধাম এবং হেমকুণ্ড সাহিব যাত্রা স্থগিত করা হয়েছে। শুধু তাই নয়, ধস এবং হড়পা বানপ্রবণ এলাকাগুলি এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন-সেনাকর্মীর বিরুদ্ধে FIR কলকাতা পুলিশের
মঙ্গলবার থেকে রাজ্যের বেশ কয়েকটি জেলায় ব্জ্রবিদ্যুৎ-সহ ভারী এবং অতি ভারী বৃষ্টি শুরু হবে বলে জানানো হয়েছে। এই অবস্থা আগামী কয়েক দিন বজায় থাকবে আর স্বাভাবিকভাবেই হড়পা বান এবং ধস নামার আশঙ্কা থেকেই যাচ্ছে। উত্তরকাশী, পৌড়ী গঢ়ওয়াল, চমোলী, নৈনিতাল, রুদ্রপ্রয়াগ, অলমোড়া, উধম সিংহ নগর, চম্পাবত, পিথৌরাগড় এবং বাগেশ্বরে চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে।
আরও পড়ুন-স্টুডেন্ট ক্রেডিট কার্ডে ঋণ নিয়ে বিজেপি বিধায়কের প্রশ্নের জবাব দিলেন শিক্ষামন্ত্রী
আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ২৪ ঘণ্টায় দেরাদূন, অলমোড়া, নৈনিতাল, রুদ্রপ্রয়াগ, টিহরী গঢ়ওয়াল, পিথৌরাগড়ে অতি ভারী বৃষ্টি হবে। যমুনার জল উত্তরকাশীর স্যানচট্টি সেতু ছুঁয়ে ফেলেছে তাই যাতায়াত বন্ধ করে দেওয়া হয়েছে। গঢ়ওয়ালের বাণগঙ্গা, অলকানন্দা, মন্দাকিনীর জলস্তর মারাত্মক আকারে বেড়েছে। ধসের ফলে রাজ্যের ৩৮৪টি রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। উত্তরকাশীতে ৭০টি, চমোলীতে ৫১, টিহরীতে ৩১, রুদ্রপ্রয়াগে ৩৯, পিথৌরাগড়ে ২৮, অলমোড়ায় ৩৮, দেরাদূনে ৪৮, নৈনিতালে ২৫টি রাস্তা বন্ধ করা হয়েছে।