স্কটিশের ছাত্র ইন্দ্রানুজ! যাদবপুরে কী করছিল? প্রশ্ন তুলল টিএমসিপি

Must read

প্রতিবেদন : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর উপর হামলা চালাতে গিয়ে গাড়ির তলায় পড়েছিল কচিনেতা ইন্দ্রানুজ রায় (Indranuj Roy)। কিন্তু সেই ‘বিপ্লবী’ মাকু আদৌও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র তো? প্রশ্ন তুলল তৃণমূল ছাত্র পরিষদ। এক্স মাধ্যমে তথ্য তুলে ধরে ওই ছাত্রের পর্দাফাঁস করলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য। তাঁর তথ্যেই ধরা পড়ে গেল মাও-মাকুদের কারচুপি।

আরও পড়ুন- শিক্ষামন্ত্রী ও অধ্যাপক-পড়ুয়াদের উপর আক্রমণে ধিক্কার

ইন্দ্রানুজ রায় (Indranuj Roy) আসলে স্কটিশ চার্চ কলেজের ছাত্র। অন্তত ২০২৪ সালের জানুয়ারি মাস পর্যন্ত এটাই ছিল ইন্দ্রানুজের পরিচয়। গত বছরের জানুয়ারিতে স্কটিশ চার্চে দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষাও দিয়েছিল ইন্দ্রানুজ। পরীক্ষার্থীদের তালিকায় তার নামও রয়েছে। তাহলে সে কীভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে? একজন ছাত্র একই সময়ে দুটি বিশ্ববিদ্যালয়ে কীভাবে পড়তে পারে? তাহলে কি ইন্দ্রানুজও বহিরাগত?
স্কটিশ চার্চের বিজ্ঞান বিভাগের স্নাতকের দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষার্থীদের তালিকায় জ্বলজ্বল করছে ইন্দ্রানুজ রায়ের নাম। সেই তালিকার ছবি পোস্ট করে তৃণাঙ্কুর ভট্টাচার্য এক্স মাধ্যমে লিখেছেন, ইন্দ্রানুজ রায় কি এখনও স্কটিশ চার্চ কলেজের ছাত্র? তাহলে তিনি কীভাবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন? তাহলে তিনি কি একই সঙ্গে দুটি বিশ্ববিদ্যালয়ে নিবন্ধিত? এটা বেআইনি। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় তিনি কি তথ্য গোপন করেছিলেন? সে প্রশ্নও তুলেছে তৃণমূল ছাত্র পরিষদ।

Latest article